এবার ৪০,০০০ পদে মেগা রিক্রুটমেন্ট করবে TCS! বিস্তারিত জেনে আজই করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services)। কয়েক হাজার শূন্যপদে নিয়োগের (Recruitment) পথে হাঁটছে এই সংস্থা। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে MBA বা স্নাতক ডিগ্রি প্রাপ্ত ফ্রেশারদের নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। যার ফলে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারেন। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মূলত, সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও, আবেদনের শেষ তারিখ ঠিক কবে সেই প্রসঙ্গে এখনও কিছু নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে, ইচ্ছুক প্রার্থীরা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের ওয়েবসাইটে গেলেই আবেদনপত্র পেয়ে যাবেন। পাশাপাশি, এই সংক্রান্ত আরও তথ্যও সেখান থেকে জানতে পারবেন প্রার্থীরা।

মোট শূন্যপদের সংখ্যা:
জানা গিয়েছে, ২০২৩ আর্থিক বর্ষে সংস্থার লক্ষ্য হল ৪০,০০০ কর্মী নিয়োগ করা। তবে, TCS-এর তরফে ইতিমধ্যেই ২৮,২৩৮ জন ফ্রেশারকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, সংস্থা সূত্রে জানানো হয়েছে, ২০২২-এর আর্থিক বর্ষে সেখানে ১ লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করা করেছিল। আপাতত, এই সংস্থায় প্রায় ৫৯২,১৯৫ জন কর্মী চাকরি করেন। পাশাপাশি, তাঁদের মধ্যে প্রায় ২ লক্ষ মহিলা কর্মীও রয়েছেন বলে জানা গিয়েছে।

আবেদনকারীর বয়সসীমা: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে ২৮ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:
১. ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্টে/ম্যানেজমেন্ট চেইনে দুই বছরের ফুলটাইম MBA (মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)/ MMS (মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ), PGDBA (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিকস)/ PGDM (মার্কেটিং বা ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট) থাকতে হবে।
২. MBA ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের বি.টেক ডিগ্রিও থাকতে হবে।

প্রয়োজনীয় শর্ত:
১. নিয়মিত শিক্ষাবর্ষে ২ বছরের বেশি ব্যবধান থাকা চলবে না।
২. পাশাপাশি, প্রার্থীদের কোনো ব্যাকলগ থাকা চলবে না।
৩. ২০২০, ২০২১, এবং ২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীদের নিম্নলিখিত উপায়ে আবেদন করতে হবে।
১. প্রথমে TCS-এর নেক্সট স্টেপ পোর্টালে লগ ইন করতে হবে।
২. তারপর TCS MBA Hiring-এ ক্লিক করে আবেদন করতে হবে।
৩. নতুন ইউজার হলে Register Now-তে ক্লিক করে তারপর আইটি ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করতে হবে।

TCS

৪. ইতিমধ্যেই রেজিস্টারড ইউজার হলে আবেদন সাবমিট করে অ্যাপ্লাই ফর ড্রাইভে ক্লিক করুন।
৫. পাশাপাশি, পরীক্ষা রিমোট মোডে দিতে চাইলে রিমোট অপশনে ক্লিক করে তারপরে Apply অপশনে ক্লিক করতে হবে।
৬. আবেদন ঠিকঠাক হয়েছে কি না তা যাচাই করার জন্য Track your Application-এ ক্লিক করুন। সব ঠিক থাকলে অ্যাপ্লায়েড ফর ড্রাইভ দেখাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর