“৪ বছরের মধ্যেই ভারত…” বিরাট ঘোষণা RBI-র ডেপুটি গভর্নরের, শুনে লাফাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: পাঁচ ট্রিলিয়ন ডলার….অর্থনীতির (Economy) দিক থেকে এটি একটি নিঃসন্দেহে বড় মাইলফলক। যা এখনও পর্যন্ত মাত্র কয়েকটি দেশ অর্জন করেছে। তবে সম্প্রতি, এই বিষয়টি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। এর কারণ হল, ভারত (India) এখন এই মাইলফলক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে। আর সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে ভারত ও বিদেশের একাধিক শিল্পপতি এবং সংস্থা সাম্প্রতিক সময়ে এই বিষয়ে আলোচনা করেছেন। সেই রেশ বজায় রেখেই এবার রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) ডেপুটি গভর্নর জানিয়ে দিলেন এই মাইলফলক অর্জন করতে ভারতের ঠিক কত সময় লাগবে!

কি জানিয়েছেন RBI-এর ডেপুটি গভর্নর: এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর মাইকেল ডি পাত্র (Michael D Patra) জানিয়েছেন যে, বাজারের বিনিময় হারের ভিত্তিতে ভারত শীঘ্রই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। তিনি আস্থা প্রকাশ করেছেন যে, ভারত ২০২৭ সালের মধ্যেই এই কৃতিত্ব অর্জন করবে এবং ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মর্যাদাপূর্ণ ক্লাবে প্রবেশের সাথে সাথে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

অর্থনীতির বর্তমান অবস্থা: প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। যেটি হল ২৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি। এদিকে, চিন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। যার জিডিপি প্রায় ১৮ ট্রিলিয়ন ডলার। পাশাপাশি, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে জাপান ও জার্মানি। উভয় দেশের অর্থনীতির আকার ৪ ট্রিলিয়ন ডলারের একটু বেশি। সেখানে ভারতের জিডিপির আকার বর্তমানে প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন: এবার বড় চমক Bajaj-এর! অবিশ্বাস্য কম দামে হাজির হল নতুন Pulsar, এটির ফিচার্স জানলে অবাক হবেন

ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত: ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। বিশ্বজুড়ে যখন বহু দেশ আর্থিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে তখন ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার যথেষ্ট ভালো। জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশে। আগামী ত্রৈমাসিকেও ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির রেশ বজায় রাখবে। অন্যদিকে, জার্মানি মন্দার কবলে পড়েছে এবং জাপানের অর্থনৈতিক বৃদ্ধির হারও খুবই সামান্য। এমন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের এহেন মন্তব্য যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন: মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্কের লকারে ছিল ১৮ লক্ষ টাকা! পুরোটাই খেয়ে “ঢেকুর” তুলল উইপোকা, মাথায় হাত প্রৌঢ়ার

এই পরিসংখ্যান অনুযায়ী ভারত তৃতীয় স্থানে রয়েছে: উল্লেখ্য রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর মাইকেল ডি পাত্র গত সপ্তাহের শুরুতে ন্যাশনাল ব্যাঙ্ক অফ কম্বোডিয়া আয়োজিত ১৬ তম SEACEN-BISHigh-Level-Level Seminar-এ ভাষণ দেন। তিনি বলেন, “আগামী দু’দশক ধরে বিশ্ব অর্থনীতির কেন্দ্র পূর্ব দিকে সরে যাবে বলে অনুমান করা হচ্ছে। বাজারের বিনিময় হারের ভিত্তিতে ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং পারচেসিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আমাদের মূল্যায়ন হল ২০২৭ সালের মধ্যে, বাজারের বিনিময় হারের ভিত্তিতে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং জিডিপির আকার ৫ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে।”

This time, the Deputy Governor of RBI made a big announcement

তবে, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরই প্রথম বা একমাত্র ব্যক্তি নন যিনি এমন আস্থা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে ব্রিকস সম্মেলনের সময়ে বলেছিলেন যে, ভারত শীঘ্রই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে এবং বিশ্বব্যাপী বৃদ্ধির ইঞ্জিন হিসেবে কাজ করবে। এদিকে, ভারতী এয়ারটেল গ্রুপের সুনীল মিত্তল সম্প্রতি বলেছিলেন, ভারত ২০২৭ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। এছাড়াও, কেভি কামাথ মনে করেন যে, ভারত আগামী দেড় বছরে ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন করতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর