বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে কয়েক কোটি মানুষ প্রত্যক্ষভাবে রেশনের সুবিধা পান। এমতাবস্থায়, আপনি যদি একজন রেশন প্রাপক হন এবং সরকারের বিনামূল্যের রেশন প্রকল্পের সুবিধা পান তাহলে এই খবরটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সম্প্রতি সরকারের গৃহীত একটি বড় সিদ্ধান্তের কারণে এবার রেশনের ক্ষেত্রে একটি বড় ধাক্কা আসতে চলেছে।
গ্রাহকেরা পাচ্ছেন ৫ কেজি করে চাল:
মূলত, বর্তমানে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana)-র অধীনে বিনামূল্যে রেশন বিতরণ করা হয়। এই প্রকল্পের আওতায়, প্রত্যেক সুবিধাভোগীকে ৩ কেজি গম এবং ২ কেজি চাল দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে চলতি মাসে থেকে ৩ কেজি গম এবং ২ কেজি চালের পরিবর্তে ৫ কেজি চাল বিতরণ করা হচ্ছে। এমতাবস্থায়, উত্তরপ্রদেশে আজ চলতি মাসের রেশন বিতরণের শেষ দিন। জানা গিয়েছে, এই বিষয়ে মে মাসেই রাজ্যের খাদ্য ও লজিস্টিক দফতর থেকে নির্দেশ জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে গমের কোটা কমিয়েছে সরকার:
জানা গিয়েছে, এবার গমের অপ্রতুলতার কারণে গরীব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY) অধীনে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বরাদ্দ করা গমের কোটা কমিয়েছে কেন্দ্র সরকার। এমতাবস্থায়, এই সিদ্ধান্তের জেরে উত্তরপ্রদেশ, বিহার ও কেরালা গম পায়নি। অপরদিকে, দিল্লি, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গেও গমের কোটা কমানো হয়েছে।
গমের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই পরিবর্তনটি শুধুমাত্র প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY) ক্ষেত্রে করা হয়েছে। এই প্রসঙ্গে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গমের পরিবর্তে রেশন গ্রাহকদের জন্য প্রায় ৫৫ লক্ষ মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এই পরিস্থিতিতে, আপনিও যদি এই সরকারি প্রকল্পের সুবিধা পান, তাহলে পোর্টেবিলিটি চালানের মাধ্যমে চাল নিতে পারবেন।