বিরাট সুযোগ চাকরিপ্রার্থীদের! এবার WBPSC-র মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ করবে সরকার, জারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর সামনে এল। জানা গিয়েছে, এবার রাজ্য সরকারের একাধিক দপ্তরে প্রচুর সংখ্যায় কর্মী নিয়োগ হতে চলেছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) তরফে।

সম্প্রতি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের যেকোনো প্রান্তের চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবেন। এমতাবস্থায়, চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের একাধিক দপ্তরে। পাশাপাশি, এক্ষেত্রে বেতনও হবে বেশ আকর্ষণীয়। এমনকি, বেতনের সঙ্গে বেসিক পে এবং ডিএ সহ যাবতীয় আর্থিক সুযোগ-সুবিধাও উপলব্ধ থাকছে। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে উপস্থাপিত করা হল।

 এই পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট শুন্যপদের সংখ্যা সংক্রান্ত বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

বয়সসীমা: এক্ষেত্রে এইপদে ইচ্ছুক আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত আসনগুলিতে সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড়ের সুবিধা থাকবে।

মাসিক বেতন: যোগ্য প্রার্থীরা এই পদের ভিত্তিতে মাসিক ৯,০০০ থেকে ৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে ।

আবেদন পদ্ধতি: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য প্রথমে আবেদনকারীকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ https://wbpsc.gov.in-এ গিয়ে প্ৰথমে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য নির্ভুলভাবে দিতে হবে আবেদনপত্রে। তারপরে আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে। তবে, মনে রাখবেন যে, একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনই করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি: প্রথমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। তারপর সেখানে উত্তীর্ণ প্রার্থীদের দিতে হবে ইন্টারভিউ। সেখানে সফল হওয়ার পর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল ও যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে।

JOB 4

আবেদনের শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আগামী ০৭/১২/২০২২-এর মধ্যে আবেদন করে ফেলতে হবে।

অফিসিয়াল নোটিশের লিঙ্ক: https://drive.google.com/file/d/16r0Dwk4vLQpa6OKGhUrc1m64GW4ki5D-/view

অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর