এবার বিসিসিআই-এর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটারদের সংগঠন ICA

ফের বিপাকে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই। বিসিসিআই বিরুদ্ধে এবার গুরুতর তোপ দাগল প্রাক্তন ক্রিকেটারদের সংগঠন ICA। তাদের দাবি প্রাক্তন ক্রিকেটারদের প্রতিশ্রুতির কোন শর্তই মানে নি বিসিসিআই।

1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ কয়েকদিন আগে অভিযোগ তুলেছিলেন যে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলী যে সমস্ত কাজ করছে সেগুলি যথেষ্ট নয়। এমনকি বিসিসিআই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছিলেন।

149075285361525e1637aa89c0999b62c4e7e6d108dcfa5a773595ddc062345dec4e6233c

ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান অশোক মালহোত্রা অভিযোগ করেন সৌরভ গাঙ্গুলীর মতো একজন ক্রিকেটার বিসিসিআইয়ের প্রশাসনের দায়িত্বে থাকার সত্ত্বেও বিসিসিআই ঠিকঠাক কাজ করছে না। তাদের দাবি বিসিসিআই প্রাক্তন ক্রিকেটারদের জন্য কিছুই ভাবছে না। অশোক মালহোত্রা বলেন যে সমস্ত প্রাক্তন ক্রিকেটার 25 টির কম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তাদের জন্য পেনশন চালু করার দাবি জানানো হয়েছিল। এছাড়াও প্রয়াত ক্রিকেটারদের স্ত্রী-রাও যাতে পেনশন পায় সেই দাবিও জানানো হয়েছিল। তবে এখনো এই সমস্ত দাবির কোন সুরাহা হয়নি। আর সেই কারণে তারা জানিয়েছেন তারা আর বেশিদিন এই সমস্ত দাবি নিয়ে অপেক্ষা করতে পারবেন না।


Udayan Biswas

সম্পর্কিত খবর