বাংলা হান্ট ডেস্ক: বাড়ি তৈরির স্বপ্ন কে না দেখে? তবে, এই বৃহৎ কর্মকান্ডে নামার আগে যেটা সবথেকে বেশি প্রতিবন্ধকতা তৈরি করে সেটি হল খরচ। মূলত, বাড়ি তৈরির ক্ষেত্রে ইঁট-বালি-সিমেন্টের মতো নির্মাণ সামগ্রীগুলির দাম যথেষ্ট বেশি হওয়ায় সেই খরচ সামলানোটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে, এবার এটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, একলাফে অনেকটাই কমতে চলেছে সিমেন্টের (Cement) দাম।
যার ফলে, যাঁরা বাড়ি তৈরির পরিকল্পনা করছেন তাঁদের কাছে অবশ্যই একটি বড় সুযোগ রয়েছে। এমনকি ঠিক কতটা দাম কমতে পারে সেই বিষয়টিও সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে আমরা ওই প্রসঙ্গটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি। জানা গিয়েছে, বর্তমান অর্থবর্ষে বিপুল চাহিদার কারণে সিমেন্ট কোম্পানিগুলি ১০ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমাতে পারে।
সিমেন্টের দাম এখন বাড়বে না: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত অর্থবর্ষের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে বোঝা যাবে যে, সিমেন্টের দাম প্রতি বস্তায় ৩৯১ টাকায় পৌঁছেছিল। তবে, এহেন দাম বৃদ্ধির পেছনে করোনার মতো ভয়াবহ মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতি ছাড়াও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।
তবে, চলতি অর্থবর্ষের ক্ষেত্রে জানা গিয়েছে সিমেন্টের ক্রমবর্ধমান দামে লাগাম আসতে পারে। একটি রিপোর্টে বলা হয়েছে, সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের দাম কমে যাওয়ায় সিমেন্টের দাম আগের তুলনায় কমতে পারে।
এবার বাড়ি তৈরি করা সহজ হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরে সিমেন্টের খুচরো দাম ১ থেকে ৩ শতাংশ কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই প্রতি বস্তায় দাম ৩৮৮ টাকায় নেমে এসেছে। এমনকি এই দাম ৩ শতাংশ কমে গেলে, সিমেন্টের দাম প্রতি বস্তায় ১০ থেকে ১২ টাকা পর্যন্ত সস্তা হবে। যার ফলে বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকটাই সাশ্রয়ের সুযোগ থাকবে।