সুখবর! এবার সোনার দামে রেকর্ড পতন, সস্তা হল রূপোও, কিনতে গেলে করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার দাম কমল সোনার। পাশাপাশি, সস্তা হল রুপোও (Gold-Silver Price)। এমতাবস্থায়, আপনার যদি এই সময়ে সোনা-রূপোর কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে মিস করবেন না এই সুযোগ! জানা গিয়েছে, গত শুক্রবার সোনার দামে পতন পরিলক্ষিত হয়েছে। এদিকে, রুপোর দাম কমেছে ০.৩৩ শতাংশ।

মূলত, রেটিং এজেন্সি ফিচ মার্কিন ক্রেডিট রেটিং AAA থেকে AA+-এ নামিয়ে আনার পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে তার প্ৰভাব পড়েছে। ফিচ চলতি সপ্তাহের মঙ্গলবার মার্কিন রেটিং কম করে। তারপরেই বুধবার সোনার দামে পতন পরিলক্ষিত হয়।

বর্তমানে সোনার দাম: শুক্রবার সন্ধ্যেতে MCX এক্সচেঞ্জে ৫ অক্টোবর, ২০২৩-এ ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৫২২ টাকায় ট্রেড হচ্ছিল। পাশাপাশি, ৫ ডিসেম্বর, ২০২৩-এ ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৯০০ টাকায় বন্ধ হয়।

রুপোর দাম: জানিয়ে রাখি যে, শুক্রবার সন্ধ্যেতে রুপোর দামও হ্রাস পেয়েছে। MCX-এ শুক্রবার সন্ধ্যেতে ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ডেলিভারির ক্ষেত্রে রূপোর দাম প্রতি কেজিতে ৭২,৪৮৮ টাকায় বন্ধ হয়। অন্যদিকে, ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রূপোর দাম প্রতি কেজিতে ৭৪,০৩৭ টাকায় বন্ধ হয়েছিল।

বিশ্বব্যাপী সোনার দাম: উল্লেখ্য যে, বিশ্বব্যাপী সোনার দাম কিছুটা বেড়েছে। কমক্সে, সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.৩৭ শতাংশ বা ৭.৩০ ডলার বৃদ্ধি পেয়ে ১,৯৭৬ ডলার প্রতি আউন্সে ট্রেড করে। পাশাপাশি বিশ্বব্যাপী সোনার দাম ছিল প্রতি আউন্সে ১৯৪২.৯১ ডলার।

বিশ্বব্যাপীর রূপোর মূল্য: শুক্রবার সন্ধ্যেতে কমেক্সে রুপোর বিশ্বব্যাপী ফিউচার মূল্য বেড়েছে। পাশাপাশি শুক্রবার সন্ধ্যেতে কমেক্সে রূপো ০.০৮ শতাংশ বা ০.০২ ডলার বৃদ্ধি পেয়ে ২৩.৮২ ডলার প্রতি আউন্সে ট্রেড করে। এদিকে, রূপোর বিশ্বব্যাপী স্পট মূল্যও ২৩.৬৩ ডলার প্ৰতি আউন্সে ট্রেড করতে থাকে।

This time the price of gold and silver decreased

মূলত, চলতি বছরে সোনার দাম হ্রাস পেয়েছে। বছরের শুরুতে সোনার দাম ৬০,০০০ টাকা ছাড়িয়েছিল। এদিকে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতে সোনার গহনার চাহিদা ৮ শতাংশ কমেছে। যার ফলে সস্তা হয়েছে সোনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর