বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী মাসেই পেট্রোল-ডিজেলের দামে (Patrol-Diesel Price) স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। শুধু তাই নয়, পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। মূলত, সরকারি তেল সংস্থাগুলি তাদের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর আগামী মাসে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর কথা বিবেচনা করতে পারে। আর এই দাম কমার প্রধান কারণ হবে কোম্পানিগুলির রেকর্ড মুনাফা।
রিপোর্ট অনুযায়ী, সরকারি তেল কোম্পানিগুলির নিট মুনাফা রেকর্ড ৭৫ হাজার কোটি টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। এমতাবস্থায়, সরকারি তেল কোম্পানিগুলি সস্তায় অপরিশোধিত তেল পাচ্ছে। এই কারণে কোম্পানিগুলির মুনাফাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
উল্লেখ্য যে, পাবলিক সেক্টরের ফুয়েল রিটেলার্স ২০২২-এর এপ্রিল থেকে দাম বাড়ায়নি। অর্থাৎ, দাম স্থিতিশীল রাখা হয়েছে। আধিকারিকদের মতে, মূল্য নির্ধারণের জন্য একটি পঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হচ্ছে। কোম্পানিগুলির বর্তমানে প্রায় ১০ টাকা প্রতি লিটার মার্জিন রয়েছে। এই একই সুবিধা গ্রাহকদের কাছে প্রেরণ করা হতে পারে। এদিকে, কোম্পানিগুলির এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি কমাতেও সাহায্য করতে পারে। একই সঙ্গে ২০২৪ সালের সাধারণ নির্বাচনেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে।
তেল কোম্পানিগুলি প্রচুর মুনাফা করেছে: মিডিয়া রিপোর্টগুলিতে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, জ্বালানি বিক্রয়ে হাই মার্কেটিং মার্জিনের কারণে, তিনটি তেল কোম্পানি ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে বাম্পার লাভ করেছে। পাশাপাশি, তৃতীয় ত্রৈমাসিকেও এই মুনাফা অব্যাহত থাকবে। এই মাসের শেষে ফলাফল ঘোষণার পরে, কোম্পানিগুলি পেট্রোল এবং ডিজেলের হার প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা কমানোর কথা বিবেচনা করতে পারে। যার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক তেলের দামের বৃদ্ধি কিছুটা রোধ করা যাবে।
লাভের পরিমাণ: রিপোর্ট অনুসারে, যদি আমরা ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ৬ মাসের ক্ষেত্রে তিনটি কোম্পানির মোট নেট লাভের কথা বলি, সেক্ষেত্রে ওই পরিমাণ হল ৫৭,০৯১.৮৭ কোটি টাকা। এটি ২০২২-২৩-এর পুরো অর্থবর্ষের ১,১৩৭.৮৯ কোটি টাকার মোট লাভের চেয়ে ৪,৯১৭ শতাংশ বেশি।
আরও পড়ুন: ২২ জানুয়ারি কালীঘাটে রামপুজো, বিশেষ শর্তে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট! মুখ পুড়ল রাজ্যের
এই দিন প্রকাশিত হবে ফলাফল: উল্লেখ্য যে, ইতিমধ্যেই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) ঘোষণা করেছে যে, তারা আগামী ২৭ জানুয়ারি তাদের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করবে। পাশাপাশি, অন্য দু’টি কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডও (BPCL) ওই সময়ের আশেপাশে তাদের ফলাফল ঘোষণা করবে।
দেশে বেড়েছে মুদ্রাস্ফীতি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মাসে দেশে মুদ্রাস্ফীতির হার বেড়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই দেশের খুচরো মুদ্রাস্ফীতি ২০২৩ সালের ডিসেম্বরে চার মাসের টপ লেভেলে ৫.৬৯ শতাংশে বৃদ্ধি পেয়েছে। তবে, মুদ্রাস্ফীতির এই বৃদ্ধি মূলত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণে ঘটেছে। এটি কম রাখতে সরকার সব ধরণের প্রচেষ্টা চালাবে। পাশাপাশি, সরকার মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের নিচে রাখার চেষ্টা করছে।
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?