জঙ্গি ঘাঁটিতে Air Strike-এ ক্ষুব্ধ ইসলামাবাদ! এবার চটে গিয়ে ইরানের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী সংগঠন জইশ আল-আদলের ঘাঁটিতে ইরানের (Iran) Air Strike-এর পর ইসলামাবাদ তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। এর পাশাপাশি ইরানের রাষ্ট্রদূতকে তার জায়গা থেকে বহিষ্কার করেছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশ কার্যালয় ইরানের এই হামলাকে তাদের আকাশসীমার অকারণ লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মঙ্গলবার অর্থাৎ ১৬ জানুয়ারি ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইরানের সরকারি গণমাধ্যমের সূত্রকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইরান পাকিস্তানের বালুচিস্তানের কুহে সবজ নামে একটি এলাকায় জইশ আল-আদলের দু’টি ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ধ্বংস করে।

ইরান কেন হামলা করেছে: TOI-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের ওই হামলায় দুই শিশু প্রাণ হারিয়েছে এবং তিনজন আহত হয়েছে। মূলত, গত মাসে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচেস্তানে একটি পুলিশ স্টেশনে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১১ জন ইরানি পুলিশ আধিকারিক নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি জইশ আল-আদলকে দায়ী করেছেন। পাশাপাশি, তিনি অভিযোগ করেছেন যে সন্ত্রাসবাদীরা পাকিস্তানের দিক থেকে পাঞ্জগুরের কাছে হামলা চালিয়েছিল। যেটি ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পেছনে সম্ভাব্য উদ্দেশ্য ইঙ্গিত করে।

 Pakistan took a big decision due to Iran's Air Strike

কি জানিয়েছে পাকিস্তান: এই প্রসঙ্গে পাকিস্তান একটি বিবৃতিতে জানিয়েছে যে, “পাকিস্তান সবসময় বলেছে যে সন্ত্রাসবাদ সমস্ত দেশের জন্য একটি হুমকি। যার জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।” পাশাপাশি, আরও জানানো হয়েছে, “এই ধরণের একতরফা পদক্ষেপ ভালো প্রতিবেশী সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি দ্বিপাক্ষিক বিশ্বাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

আরও পড়ুন: সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষে আমেরিকা, ৯ নম্বরে পাকিস্তান! ভারতের স্থান জানলে অবাক হবেন

জইশ আল-আদল: প্রসঙ্গত উল্লেখ্য যে, জইশ আল-আদল ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। ইরান এটিকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করেছে। জইশ আল-আদল একটি সুন্নি সন্ত্রাসবাদী গোষ্ঠী। যা ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তান থেকে সক্রিয় রয়েছে। গত কয়েক বছরে জইশ আল-আদল ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

আরও পড়ুন: LIC ঝড়ে উড়ল SBI! শেয়ার বাজারে সবথেকে মূল্যবান সরকারি কোম্পানি হয়ে নজির জীবন বীমা নিগমের

এদিকে, গত ডিসেম্বরে এই সন্ত্রাসবাদী সংগঠন সিস্তান-বালুচিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করে। যেখানে ১১ জন পুলিশ প্রাণ হারান। সিস্তান-বালুচিস্তান আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে তার সীমান্ত ভাগ করে নিয়েছে। ওই এলাকায় ইরানের নিরাপত্তা বাহিনী এবং সুন্নি সন্ত্রাসবাদীদের পাশাপাশি মাদক চোরাকারবারীদের মধ্যেও সংঘর্ষ চলতে থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর