‘দিদি নম্বর ওয়ান’ হঠাৎ হাজির নবান্নে! সাক্ষাৎ মমতার সাথে, এবার রাজনীতিতে রচনা? প্রকাশ্যে বড় খবর

বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় হঠাৎ হাজির হলেন নবান্নে। কেন হঠাৎ নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন রচনা? তবে কি রাজনীতিতে পা দিচ্ছেন ‘দিদি নাম্বার ওয়ান?’ লোকসভা নির্বাচনের আগে রচনার নবান্ন ভিজিট নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

জানা গেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। যদিও রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা দেওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেছেন,  তিনি মুখ্যমন্ত্রীর কাছে দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলার জন্য গিয়েছিলেন।

আরোও পড়ুন : সুখবর! অবশেষে চলবে ট্রেন, ১৪ বছর পর চালু হচ্ছে বাংলার এই গুরুত্বপূর্ণ লাইন, উদ্যোগ রেলের

যদিও এর আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ২০২১ এর ভোটের আগে শোনা গিয়েছিল তৃণমূলে যোগ দিতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও সেবার এই জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন রচনা নিজেই।

আরোও পড়ুন: আর মাত্র কিছুক্ষণ! বড়সড় বদল আসবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়, বৃষ্টি নিয়ে অ্যালার্ট জারি বহু জেলায়

রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সুদক্ষ সঞ্চালিকা। তাঁর সঞ্চালনায় জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। শুধু শহর বা শহরতলী নয়, গ্রাম বাংলা থেকে বহু মেয়েরাই এসেছে এই জনপ্রিয় অনুষ্ঠানে।

Rachana

বছরের পর বছর ধরে চলা এই রিয়েলিটি শোটি ব্যাপক জনপ্রিয় মহিলাদের কাছে। বাংলা ছাড়াও রচনা অভিনয় করেছেন হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতে। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর