এবার চিনির ক্রমবর্ধমান দাম থেকে মিলবে মুক্তি! বড়সড় পদক্ষেপ নিল সরকার

বাংলা হান্ট ডেস্ক: দেশে প্রতিটি ক্ষেত্রেই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির (Inflation) জেরে রীতিমতো জর্জরিত সাধারণ মানুষ। এমনকি, খাদ্যদ্রব্যের দামও ক্রমশ বাড়ছে। এমতাবস্থায়, সরকার প্রতিনিয়ত এই দাম নিয়ন্ত্রণে আনতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। শুধু তাই নয়, জানা গিয়েছে, এবার চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জেনে নিন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে: অভ্যন্তরীণ বাজারে চিনির সহজলভ্যতা বজায় রাখতে সরকার আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল। কিন্তু ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এবার এই নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়িয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত চলতি বছর চিনির বৃহত্তম উৎপাদনকারীর পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বিবেচিত হয়েছে।

ডিজিএফটি বিজ্ঞপ্তি জারি করেছে: এই প্রসঙ্গে শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ডিজিএফটি জানিয়েছে, “কাঁচা, পরিশোধিত এবং সাদা চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা ২০২২-এর ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ২০২৩-এর ৩১ অক্টোবর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সম্পর্কিত অন্যান্য সমস্ত শর্তাবলী অপরিবর্তিত থাকবে।”

যদিও, সরকার স্পষ্ট করেছে যে এই বিধিনিষেধগুলি CXL এবং TRQ শুল্ক ছাড় কোটার অধীনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই উভয় বাজারেই CXL এবং TRQ পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিমানে চিনি রপ্তানি করা হয়।

উৎসবের আবহে চিনির দাম বেড়েছে: দেশজুড়ে চলা উৎসবের আবহে মিষ্টির পাশাপাশি চিনির চাহিদা বেড়েছে। এমতাবস্থায়, চিনির দামও বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে সরকার এহেন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানির নিষেধাজ্ঞার ফলে দেশে চিনির সহজলভ্যতা কমবে না। যা এর ক্রমবর্ধমান দামকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে।

605b80497e435

সরকার গম রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এসেছে। যার ফলে গমের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি মাথায় রেখে যাতে দেশে গমের সরবরাহ না কমে যায় এবং দাম নিয়ন্ত্রণে থাকে সেজন্য কেন্দ্রীয় সরকার গম রপ্তানিও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর