বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এইভাবে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরেই আবেগে ভাসছে গোটা দেশ। তার পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের সকল স্তরের মানুষ।
ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই ধোনির 7 নম্বর জার্সিটিকেও যেন বিসিসিআই অবসরে পাঠায় তার জন্য হাজার হাজার ধোনি ভক্ত আবেদন করেছেন বিসিসিআই এর কাছে। এছাড়া মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা আবেদন করেছেন ধোনিকে যেন “ভারতরত্ন” দেওয়া হয়। এছাড়াও ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিসিসিআইকে অনুরোধ করেছেন রাঁচিতে ধোনির জন্য যেন একটি ফেয়ারওয়েল ম্যাচের ব্যবস্থা করা হয়।
এবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির নামে একটি বিশেষ সিটের জন্য প্রস্তাব রাখা হয়েছে। 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ধোনি যে ছক্কাটি মেরে ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন সেই ছক্কাটি ওয়াংখেড়ে স্টেডিয়ামের যেখানে পড়েছিল সেখানে ধোনির নামে একটি বিশেষ আসনের বন্দোবস্ত করার জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করা হয়েছে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান এবং বিশ্বকাপের সেই মুহূর্তটি মনে রাখার জন্যই এমন প্রস্তাব রাখা হয়েছে।