এবার বিজেপির অডিও ক্লিপ ফাঁস করল তৃণমূল

   

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফা নির্বাচনের সকালেই ফাঁস মোবাইলে কথোপকথনের অডিও ক্লিপ। যাতে শোনা যাচ্ছে বিজেপি নেতার (Pralay Pal) কাছে সাহায্য চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা (Mamata Banerjee)। যা ভোট নিয়ে চর্চার বাইরে হয়েছিল দিনের সেরা শিরোনাম। এরই মধ্যে পাল্টা দিল তৃণমূল। বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাত নিয়ে একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ ফাঁস করল শাসকদল।

ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, মুকুল রায় (Mukul Roy)  ও বিজেপি নেতা শিশির বাজোয়ার কথা বলছেন। যার মূল কেন্দ্র বিন্দু ছিল নির্বাচন কমিশনের (Election Commission) কর্তাদের সঙ্গে একটি বৈঠক। ওই অডিও ক্লিপে মুকুল রায় শিশিরকে বলছেন , ‘বাংলায় আমরা চাইব নির্দিষ্ট নিয়মনীতি রাখলে চলবে না, এ রাজ্যের ভোটার হলেই হবে। নইলে কিছু কিছু বুথ রয়েছে যেখানে আমরা যেতেই পারব না।’ এর পর মুকুল রায় এও বলেন যে, ‘বুঝতেই পারছ আমি কি বলতে চাইছি”।

BJP leader Mukul Roy appears before CBI in Narada sting video case - The Hindu

উল্লেখ্য, এদিন সকালেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের (TMC) প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে দাবি করে , কোনও বুথেই সেই এলাকার বাইরের লোককে এজেন্ট করার নিয়ম প্রত্যাহার করতে হবে।’ তাৎপর্যপূর্ণ ভাবে মুকুল রায় ও শিশির বাজোয়ারের ওই অডিও ক্লিপ ফাঁস হতেই তৃণমূল এবার দাবি করে, কোনও বুথে এলাকার বাইরের লোককে পোলিং এজেন্ট করার যে অনুমতি নির্বাচন কমিশন দিয়েছে, তা বিজেপি নেতৃত্বের এই কথা শুনেই দেওয়া হয়েছে।

এই অডিও ক্লিপের (Audio Clip) সত্যতা যাচাই না করা হলেও, এদিনের এই অডিও ক্লিপ প্রথমে একটি বেসরকারি সংবাদমাধ্যমে শোনানো হয়, তারপর তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) তা সাংবাদিকদের শোনায়। অন্যদিকে মুকুল রায় দাবি করেন, ‘আমার নামে যে অডিও ক্লিপ  শোনানো হচ্ছে, তা ১০০ শতাংশ জাল। এমনকি বিজেপির (BJP) তরফে এও বলা হয় যে, তৃণমূল ভয় পেয়েই এমন করছে।

সম্পর্কিত খবর