বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পরিবর্তিত হচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্র। শুধু তাই নয়, আর্থিক ক্ষেত্রেও সেই পরিবর্তনের রেশ পরিলক্ষিত হয়েছে। অর্থ লেনদেন থেকে শুরু করে ঋণ নেওয়া সবক্ষেত্রেই নিত্যনতুন পদ্ধতি শুরু হয়েছে। এমতাবস্থায়, ব্যবহারিক দিক থেকে UPI (Unified Payments Interface) একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। যেটি অত্যন্ত সহজেই আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা যায়।
এদিকে, UPI এতটাই জনপ্রিয় হয়েছে যে, এটি ক্রেডিট কার্ডের ব্যবহারকেও ছাপিয়ে গিয়েছে। যদিও, সামগ্রিক দিক থেকে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বিগত পাঁচ বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দেশের ১.৪ বিলিয়ন জনসংখ্যার মধ্যে ১০০ মিলিয়ন ক্রেডিট কার্ডের সার্কুলেশন রয়েছে। এদিকে, ভারতের ৬০ টিরও বেশি ব্যাঙ্কের মধ্যে মাত্র চারটি ব্যাঙ্কের কাছেই ক্রেডিট-কার্ড ফ্র্যাঞ্চাইজির প্রায় ৭৫ শতাংশ রয়েছে।
এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে, ওই ব্যাঙ্কগুলি কি কি? সামনে এসেছে সেই উত্তরও। মূলত, HDFC ব্যাঙ্ক, SBI, ICICI ব্যাঙ্ক এবং Axis Bank এই তালিকায় রয়েছে। যদিও, ব্যয়বহুল ক্রেডিট-কার্ড আর্কিটেকচারকে পাশে সরিয়ে রেখে ভারতের সর্বব্যাপী স্মার্টফোন-ভিত্তিক পেমেন্ট প্রোটোকল ব্যবহার করে গত বছর ১০০ বিলিয়নের বেশি লেনদেন হয়েছে। আর সেই মাধ্যমটি হল UPI। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ৩০০ মিলিয়ন ভারতীয় তাৎক্ষণিকভাবে বিল প্রদান করতে ব্যবহার করেন। এমনকি ক্ষুদ্র দোকানদাররাও UPI পেমেন্ট গ্রহণ করে থাকেন।
Alphabet Inc.-এর Google ফেডারেল রিজার্ভের কাছে এটির ওপেন আর্কিটেকচারকে FedNow-এর টেমপ্লেট হিসেবে সুপারিশ করেছে। যেটি গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে নতুন আন্তঃব্যাংক সেটেলমেন্ট পরিষেবা হিসেবে। যদিও, এখনও পর্যন্ত UPI ব্যবহারকারীরা ব্যাঙ্কে জমা করা অর্থ ব্যয় করেছেন। কিন্তু এখন ঋণদাতারা (Lenders) ঋণ দেওয়ার জন্য নিয়ন্ত্রকদের (Regulators) ছাড়পত্র পেয়েছে। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীরা ৫০ মিলিয়নেরও বেশি মার্চেন্ট QR কোড স্ক্যান করে ক্রেডিট লাইন থেকে অর্থপ্রদান করার বিকল্প পাবেন।
জানা গিয়েছে, ব্যাঙ্কগুলি মার্চেন্টদের কাছ থেকে একটি বিনিময় ফি আদায় করবে। যদিও গ্রাহকরা যখন মাসিক ইনস্টলমেন্টে পেমেন্ট নিষ্পত্তি করবে তখনই তারা সুদ অর্জন করবে। কার্ড নেটওয়ার্কগুলিকে বাইপাস করার মাধ্যমে ঋণদাতাদের নিম্ন আয় যুক্ত গ্রাহকদের অধিগ্রহণ এবং পরিষেবা দেওয়ার খরচ কমিয়ে দেবে। পাশাপাশি, নিয়মিত বেতন থেকে ঋণ পরিশোধ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: আবারও ভারতে ফিরছে Ford, এই জনপ্রিয় গাড়ির মাধ্যমে হবে আত্মপ্রকাশ! জল্পনা তুঙ্গে
এটি মূলত একাধিক মডেলের মধ্যে একটি, যা আগামী মাসগুলিতে সামনে আসতে পারে। সর্বোপরি, একটি পাবলিক ইউটিলিটি হিসাবে UPI-এর পেছনে সম্পূর্ণ উদ্দেশ্য হল একটি উন্মুক্ত মার্কেটপ্লেসে পরীক্ষা-নিরীক্ষাকে উৎসাহিত করা। যেখানে ছোট স্টার্টআপগুলি বড় খেলোয়াড়দের মতো সাফল্য অর্জন করতে পারে। ইতিমধ্যেই Google Pay সেই ব্যাঙ্কগুলির সাথে চুক্তি করেছে যারা ক্রেডিট লাইন অফার করতে চায়।
আরও পড়ুন: এবার আর হবে না দুর্ঘটনা! পরীক্ষণ সফল হল স্বদেশী ‘কবচ’ সিস্টেমের, খুশির খবর শোনাল রেল
জানিয়ে রাখি যে, পেমেন্ট ইউটিলিটি ইতিমধ্যেই বার্ষিক ২.২ ট্রিলিয়ন ডলারের ট্রানজাকশান করেছে। মূলত, ব্যবহারকারীরা তাঁদের উপার্জন করা অর্থ দিয়ে প্রতিদিনের লেনদেন সম্পন্ন করেন। এমতাবস্থায়, মধ্যবিত্ত পরিবারগুলিকে তাদের আগামী মাসের বেতনের একটি অংশ এই নেটওয়ার্কে ব্যয় করতে দেওয়ায় তাদের ধাক্কা মোকাবিলা করতে সাহায্য হতে পারে।