এবার WhatsApp-এ এল দু’টি দুর্দান্ত ফিচার্স! এই কাজগুলি করা যাবে খুব সহজেই

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ের স্মার্টফোনের যুগে WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এদিকে, ব্যবহারকারীদের WhatsApp ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে নিত্যনতুন বিভিন্ন ফিচার্স যুক্ত করা হয় সংস্থার তরফে। ঠিক সেই রেশ বজায় রেখেই iOS ব্যবহারকারীদের জন্য সর্বশেষ 23.1.75 আপডেটে কিছু নতুন ফিচার্স নিয়ে এসেছে WhatsApp। এই ফিচার্সগুলির মধ্যে রয়েছে সার্চ বাই ডেট (Search By Date) ও ড্র্যাগ অ্যান্ড ড্রপের (Drag And Drop) মত ফিচার্স। এমতাবস্থায়, বর্তমানে প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

ইতিমধ্যেই WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে, ব্যবহারকারীরা এখন সহজেই যেকোনো মেসেজ সার্চ করতে পারবেন। এর জন্য তাঁরা নির্দিষ্ট একটি তারিখে সরাসরি ক্যালেন্ডারের মাধ্যমে যেতে পারবেন। Search By Date বৈশিষ্ট্যটি চ্যাট সার্চের মধ্যে থেকে ব্যবহার করা যাবে।

এর জন্য প্রথমে WhatsApp খুলে তারপরে সেই চ্যাট উইন্ডোটি ওপেন করতে হবে যেখানে আপনি একটি নির্দিষ্ট তারিখের চ্যাট অনুসন্ধান করতে চান। এরপর “সার্চ মেসেজ” অপশনে ট্যাপ করুন। সেখানে আপনি সার্চ বারের ডান কোণে একটি ক্যালেন্ডারের আইকন দেখতে পাবেন। এরপরে ব্যবহারকারীদের ক্যালেন্ডার আইকনটিতে ট্যাপ করে আপনি যে বছর এবং মাসটিতে যেতে চান তা নির্বাচন করতে হবে। তারপর ব্যবহারকারীদের “জাম্প টু ডেট” অপশনে ট্যাপ করতে হবে। আর এভাবেই ব্যবহারকারীরা সেই নির্দিষ্ট তারিখের মেসেজে পৌঁছে যাবেন।

Message yourself Whatsapp

এর পাশাপাশি WhatsApp-এ Drag And Drop বৈশিষ্ট্যটিও চালু করা হয়েছে। এটির মাধ্যমে, ব্যবহারকারীরা অন্য অ্যাপ থেকে সরাসরি WhatsApp-এর চ্যাট উইন্ডোতে যেকোনো মিডিয়া ফাইল ড্রপ করতে পারবেন। মূলত, এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীরা WhatsApp চ্যাটে অন্যান্য অ্যাপ থেকে ছবি, ভিডিও এবং নথি শেয়ার করতে ব্যবহার করতে পারেন। তবে, এই নতুন ফিচার্সগুলি ব্যবহার করতে ব্যবহারকারীদের অ্যাপটিকে প্রথমে আপডেট করতে হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর