বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার মাত্র ৫০০ টাকাতেই পেয়ে যাবেন রান্নার গ্যাস!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আবহে রীতিমতো জর্জরিত মানুষ। যার প্রভাব পড়েছে সর্বত্রই। এমতাবস্থায়, রান্নার গ্যাসের দামও প্রায়শই উর্ধ্বমুখী হয়ে যায়। যার জেরে পকেটে টান পড়ে মধ্যবিত্তদের। তবে, এবার মাত্র ৫০০ টাকাতেই পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)!

হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই ঘটনাই এবার ঘটতে চলেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেই প্রসঙ্গটিই উপস্থাপিত করছি। এমনিতেই এখন একটি এলপিজি সিলিন্ডারের দাম হল ১,০৫০ টাকা। অথচ এবার রীতিমতো অর্ধেক দামেই পাওয়া যাবে তা।

কারা পাবেন এই সুবিধা: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, যাঁরা দারিদ্র্যসীমার নীচে এবং উজালা প্রকল্পের আওতায় রয়েছেন তাঁরা এই বিশেষ সুবিধাটি পাবেন।

কবে থেকে মিলবে এই সুবিধা: জানা গিয়েছে, আগামী বছরের ১ এপ্রিল থেকে থেকে পাওয়া যাবে এই দুর্দান্ত সুবিধা। শুধু তাই নয়, ভর্তুকির মাধ্যমে ৫০০ টাকা করে প্রতি বছরে মোট ১২ টি সিলিন্ডার পাওয়া যাবে। গত সোমবার এক জনসভায় এই বিরাট ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

vvvbvbv

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি পরের মাসের বাজেটের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে, এই মুহূর্তে জানিয়ে রাখি যে, যাঁরা দরিদ্র এবং উজ্জ্বলা স্কিমের আওতায় রয়েছেন তাঁদেরকে আমরা প্রতি বছর ১২ টি সিলিন্ডার ৫০০ টাকার বিনিময়ে দেবো।” প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। ঠিক সেই আবহেই সেখানকার মুখ্যমন্ত্রী এহেন ঘোষণা করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর