বাংলাহান্ট ডেস্ক : কত মানুষের কত রকম অভ্যাসের কথাই না শোনা যায়। কিন্তু তাই বলে চেক বই নিয়ে মাছের বাজারে! শুনতে অবাক লাগলেও টলিউড (Tollywood Actor) ইন্ডাস্ট্রিতেই এমন একজন অভিনেতা রয়েছেন যিনি এমনটা করে থাকেন! তিনি অভিনেতা রতন সরখেল। কিন্তু তাঁর এই আজব অভ্যাসের পেছনে কারণটা জানেন?
চেক বই নিয়ে বাজারে যান এই টলিউড অভিনেতা(Tollywood Actor)
আসলে বেশ কয়েক বছর আগে অভিনেতা (Tollywood Actor) এসেছিলেন দাদাগিরির মঞ্চে। সেখানেই নানান বিষয়ে কথা বলতে গিয়ে উঠে আসে এই তথ্য। কিন্তু বাজারে চেক বই নিয়ে যাওয়ার কারণ কী? এমনটা কাউকে আকছার করতে তো মোটেই দেখা যায় না। তাই অভিনেতা (Tollywood Actor) নিজেই খোলসা করেন কারণ।
কেন এমনটা করেন: টলিউড অভিনেতা (Tollywood Actor) জানান, তিনি একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছেন। প্রায় ২২ থেকে ২৪ জন রয়েছেন তাঁদের পরিবারে। এমনকি এখনও তাঁরা একান্নবর্তী পরিবার ধরে রেখেছেন। সকলে মিলে একসঙ্গে থাকেন, একসঙ্গেই খাওয়া দাওয়া। তাই রোজকার বাজারের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশিই হয়।
আরও পড়ুন : তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ওড়িশায় মৃত যুবক! তদন্ত শুরু করল পুলিশ
অদ্ভূত অভ্যাস অভিনেতার: অভিনেতা (Tollywood Actor) জানান, বাজারে তিনি নিজে দেখে মাছ আর আম কিনতে পছন্দ করেন। এবার যেহেতু এতজনের পরিবারে ইলিশ বা অন্য মাছ কিনতে গেলে টাকার অঙ্কটা বেশি পড়ে যায়, সবসময় নগদ থাকেও না। তাই এই ব্যবস্থা।
আরও পড়ুন : তিন মাসেই ভরে গেল মন? বিবাহবিচ্ছেদের পথে অভিষেক-শার্লি! পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা
টলি অভিনেতা (Tollywood Actor) জানান, একবার মাছ কিনে তাঁর মোট খরচ হয়েছিল ৬ হাজার টাকা! বাধ্য হয়েই বিক্রেতাকে মাছের দামের জন্য চেক ধরিয়েছিলেন তিনি। সেই কথাটাই পরে রটে যায় টলিউডে।