বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে বিশ্বকাপে (2023 ODI World Cup) টানা ছয় ম্যাচ জিতে খুব ভালো জায়গায় রয়েছে। দলে যে মহতারকারা রয়েছেন তারা প্রত্যেকেই দুর্দান্ত ছন্দে আছেন। আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ম্যাচের আগে যে পরিকল্পনাগুলো তৈরি করে দিচ্ছেন সেগুলো মাঠের ভেতর সফলভাবে বাস্তবায়ন হয়ে এসেছে এখনো অবধি। কিন্তু তার মধ্যে কিছু সমস্যার ব্যাপারে রয়েছে যেগুলো পরবর্তীতে ভারতকে খেয়াল রাখতে হবে।
অনেকেই মনে করছেন যে ভারতীয় দল এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে বলে কেউ খেয়াল করছে না যে দলে দুজন এমন তারকা রয়েছেন, যারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ। কিন্তু এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা, শামি বুমরা যেহেতু অসাধারণ ছন্দে রয়েছেন তাই তাদের দুরবস্থা নজরে পড়ছে না।
প্রাথমিকভাবে এখানে বলা হচ্ছে শুভমান গিলের কথা। বিশ্বকাপে তিনি প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি ডেঙ্গুর সংক্রমণের কারণে। এরপর কেবলমাত্র একটি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে আগামী চার ম্যাচে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি ভালো ছন্দে ছিলেন কিন্তু এখন তাকে নিজের পরিচিত ছন্দে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: কোহলির জন্মদিনে কলকাতার ইডেনে নামছে ভারত! বার্থ ডে বয়ের জন্য জমকালো চমক রাখছে CAB
আরেকজন তারকা যাকে নিয়ে অনেকে সমস্যা রয়েছে তিনি হলেন শ্রেয়স আইয়ার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ পরিস্থিতি তাই একটি হাফ-সেঞ্চুরি করা ছাড়া বলতে গেলে এখনো মনে রাখার মতন কিছুই করে উঠতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন হার্দিক পান্ডিয়া সুস্থ হয়ে মাঠে ফিরলে তারা আর জায়গা হবে না ভারতীয় দলে।
আরও পড়ুন: শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতীয় দলে ভাঙ্গন? মুম্বাই পৌঁছে একে অপরের থেকে দূরে থাকছেন রোহিত, কোহলিরা
ভারতের সেমিফাইনালে ওঠা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে এমনটা ধরে নেওয়া যায়। কিন্তু নক আউট পর্যায়ে গিয়ে ভারত যাতে কোনওভাবেই পা না ফসকায়, সেই ব্যাপারটা নিশ্চিত করাটা রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার দায়িত্বের মধ্যে পড়ে।