বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শোলাঙ্কি রায় এবং তিতিক্ষা দাস। দুজনেই ইতিমধ্যে একাধিক সিরিয়ালে (Serial) অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। শেষ বার স্টার জলসার ‘দুই শালিক’ সিরিয়ালে দেখা গিয়েছিল তিতিক্ষাকে। শোলাঙ্কি অবশ্য দীর্ঘদিন ধরেই টেলিভিশন ছাড়া। সাম্প্রতিক কোনও সিরিয়ালে (Serial) দেখা যায়নি তাঁকে। তবে এবার সুখবর দিয়ে ছোটপর্দায় ফিরছেন দুজনেই।
দুই অভিনেত্রীই একসঙ্গে ফিরছেন সিরিয়ালে (Serial)
বর্তমানে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে সিরিয়ালে (Serial) কামব্যাক করতে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে শোলাঙ্কি এবং তিতিক্ষার নাম। একসঙ্গেই দুজনে কামব্যাক করছেন সিরিয়ালে। কিন্তু কোন চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
কোন সিরিয়ালে দেখা যাবে: না, নতুন কোনও ধারাবাহিকে (Serial) দেখা যাবে না তাঁদের। সান বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভিডিও বৌমা’তে অতিথি হিসেবে একটি পর্বে দেখা যাবে শোলাঙ্কি এবং তিতিক্ষাকে। এই সিরিয়ালে (Serial) দেখা যাবে ইলিশ উৎসবের বিশেষ পর্ব। সেখানেই যোগ দেবেন শোলাঙ্কি তিতিক্ষা। তবে এই অনুষ্ঠানে আবার বড় বিপদও নেমে আসবে আকাশ মাটির জীবনে।
আরও পড়ুন : ভারতের তুলনায় বাংলাদেশের GDP ভালো! ভিডিও বার্তায় “অদ্ভুত দাবি” মহুয়া মৈত্রের, শুরু বিতর্ক
কী চলছে ধারাবাহিকে: আকাশের সৎ মা ষড়যন্ত্র করে তাকে সরিয়ে ফেলতে চায়। এদিকে তিতিক্ষা এবং শোলাঙ্কির সাহায্যে তাকে খুঁজতে নামে মাটি। আগামী ৩১ শে জুলাই হতে চলেছে এই বিশেষ পর্ব। ইতিমধ্যেই সামনে এসেছে প্রোমো। দুই প্রিয় নায়িকাকে একসঙ্গে দেখে খুশি দর্শকরা।
আরও পড়ুন : “জঙ্গিরা টুরিস্টদের রেসপেক্ট করে”, পাহেলগাঁও হামলা নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের
প্রসঙ্গত, সান বাংলার ভিডিও বৌমা (Serial) দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রথম থেকেই ভিন্ন ধরণের গল্পের জন্য নজর কেড়েছে এই সিরিয়াল। গল্পে দেখা যায়, ফলোয়ার বাড়ানোর আশায় মাটিকে বিয়ে করেছে আকাশ। গল্পের নিত্যনতুন মোড় বেশ উপভোগ করছে দর্শক। এবার বিশেষ পর্বে কী হয় সিরিয়ালে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।