বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে চড়চড়িয়ে বাড়ছে সোনার (Gold) দর। ফলে, ইচ্ছে থাকলেও আর মনের মত গয়না বানিয়ে উঠতে পারেন না অনেকেই। অথচ আপনি জানলে অবাক হবেন যে, এই পাহাড়টির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধুই সোনা। অবাক লাগছে? অবিশ্বাস্য হলেও একথা কিন্তু সত্যি! এই পাহাড় প্রতিদিন ৮০ গ্রামের মত করে সোনা বের করে দেয়।
এটা অবশ্য অন্য কোন গ্রহের গল্প নয়। পৃথিবীর বুকের বছরের পর বছর ধরে ঘটে চলেছে এই কান্ড। সাদা বরফের চাদরের ওপর যে ইতিউতি সোনা পড়ে থাকে একথা বলাই বাহুল্য। সূত্রের খবর, এই পাহাড়টি আসলে একটি সক্রিয় আগ্নেয়গিরি। অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে এই আগ্নেয়গিরিটি। পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ আগ্নেয়গিরি হিসাবে এর পরিচিতি।
আরোও পড়ুন: ভারত ছাড়বে WhatsApp! Metar মন্তব্যে চিন্তায় ব্যবহারকারীরা
এই মাউন্ট ইরিবাস হিমশীতল মেরুতে বরফের পুরু চাদরের মাঝে গরম পরিবেশ তৈরী করে। এই ইরিবাস যখনই তার জ্বালামুখ থেকে ধোঁয়া বার করতে শুরু করে তখন তার জ্বালামুখ দিয়ে অর্ধেক গলিত ছোট ছোট টুকরো ছিটকে বার হতে থাকে। এই ছিটকে বার হওয়া অর্ধগলিত ধাতুর মধ্যে কম করে ৮০ গ্রামের মত সোনাও পাওয়া যায়।
এই টুকরোগুলি এতটাই সজোরে ছিটকে বার হয় যে তা বহু দূরে গিয়ে ছড়িয়ে যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা দরকার যে, জনমানবশূন্য এই বরফের দেশে যখনই বিজ্ঞানীরা অভিযানে গিয়েছেন তখনই সেই এলাকায় সোনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। সব মিলিয়ে বলা যায়, এ এক অদ্ভুত খেলা প্রকৃতির।