এই বছরই মহিলাদের আইপিএল হবে, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

পুরুষদের আইপিএল করার পাশাপাশি মহিলাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রবিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, মহিলাদের আইপিএল করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে বিসিসিআই।

এইদিন সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন মহিলাদের আইপিএল করার ব্যাপারে আমাদের সব রকম পরিকল্পনা রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মহিলাদের আইপিএল করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের নভেম্বর মাসে হতে চলেছে মহিলাদের আইপিএল। মহিলা জাতীয় দলের প্রস্তুতি শিবিরও সঠিক সময় হওয়ার ব্যাপারে আশাবাদী সৌরভ গাঙ্গুলি।

19391736cca2b315b8acd4bcc116dc48149da047fc985a7a7ec080a7c2fe9a280dcd3fec

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন এই বছর 1 থেকে 10 ই নভেম্বরের মধ্যে মহিলাদের আইপিএল বা উইমেন্স চ্যালেঞ্জার্স কাপ নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সৌরভ গাঙ্গুলীর মুখে আইপিএল হওয়ার ব্যাপারে আসার খবর শোনার পর বিসিসিআই এবং সৌরভ গাঙ্গুলীকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সিনিয়র পেসার ঝুলন গোস্বামী।


Udayan Biswas

সম্পর্কিত খবর