মা-কাকিমার চরিত্রে অভিনয়, সমকামী বিয়ের জেরে চর্চায় জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। নায়ক নায়িকা নিয়ে বিবাদ মিটতে না মিটতেই নতুন ইস্যু নিয়ে সংবাদ শিরোনামে এই সিরিয়াল (Serial)। সৌজন্যে ‘অপর্ণার মা’ ওরফে অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করেই নিজের ‘বিয়ে’র জন্য চর্চায় উঠে এলেন তিনি। টেলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে নাকি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সুচন্দ্রা।

সমকামী বিয়ে করেছেন সিরিয়াল (Serial) অভিনেত্রী?

গুঞ্জন, সুচন্দ্রা রিয়ার সমকামী বিয়েতে নাকি টেলিপাড়ার ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। তবে বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী। যদিও বিয়ে নিয়ে কোনও গুঞ্জনকে সরাসরি উড়িয়েও দেননি সুচন্দ্রা। এর আগেও অবশ্য তাঁর নামে সমকামী সম্পর্কের গুঞ্জন জড়িয়েছিল। শোনা গিয়েছিল, প্রয়াত অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি বিশেষ বন্ধুত্ব ছিল সুচন্দ্রার।

This zee Bangla actress reportedly got married to another actress

আগেও নাম জড়িয়েছে বিতর্কে: দিশার আচমকা আত্মহত্যার খবর নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিল। দিশার সঙ্গে একই সিরিয়ালে অভিনয় করতেন সুচন্দ্রা। শোনা যায়, দিশার আত্মহত্যার পর নাকি তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু দিশা নাকি আগে থেকেই অপর এক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনকি বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল দুজনের।

আরও পড়ুন : কমছে চালের পরিমাণ, আগামী বছর থেকেই বড়সড় রদবদল, রেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের

অভিনয় থেকে গুটিয়ে নেন দিশা: শোনা যায়, সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দিশা। এদিকে অভিনেত্রীর মৃত্যুর পর সুচন্দ্রাও (Serial) নিজেকে ধীরে ধীরে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবারও অভিনয় জগতে ব্যস্ত হয়ে পড়েন সুচন্দ্রা। টেলিপাড়ায় নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি।

আরও পড়ুন : মেসিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখা করবেন প্রধানমন্ত্রী, দিল্লিতে লিওর হোটেলের এক রাতের ভাড়া কত জানেন?

কম বয়সেই মা কাকিমার চরিত্রে নিজের অভিনয় স্পষ্ট করেছেন সুচন্দ্রা। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। রিয়াকে ইনস্টাগ্রামে ফলো করেন সুচন্দ্রা। বিয়ের গুঞ্জন নিয়ে তাঁদের মুখ খোলার জন্য অপেক্ষায় রয়েছেন সকলে।