“আমরণ অনশনে” ডাক্তারি পড়ুয়ারা, বাস্তবের ছায়া পড়ল জি এর জনপ্রিয় মেগার গল্পে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সিরিয়ালের (Serial) গল্প নিয়ে মাঝে মাঝেই অভিযোগ ওঠে অতিরঞ্জনের। সিরিয়ালে টুইস্ট আনতে গল্পের গরু মাঝে মাঝে আকাশে তুলে দেন নির্মাতারা। তবে একথা অনেকেই স্বীকার করবেন, বাস্তব জীবন থেকেই আসে ধারাবাহিকের (Serial) অনুপ্রেরণা। বাস্তবে যা ঘটে তার ছাপ ফুটে ওঠে পর্দায়, তবে খানিক রঙ চড়িয়ে। এবার আরো একবার একই ঘটনা ঘটল বাংলা সিরিয়ালে (Serial)।

বাস্তবের সঙ্গে মিল সিরিয়ালের (Serial) গল্পে

বর্তমানে দর্শকদের দাবি মতো প্রায় সব সিরিয়ালই (Serial) চেষ্টা করছে ভিন্ন ধরণের গল্প আনতে। সঙ্গে নায়ক নায়িকাদের স্বভাব চরিত্রেও আসছে বদল। নায়িকারা এখন স্বাবলম্বী হচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। দর্শকরাও এমন সিরিয়াল (Serial) দেখতে বেশ পছন্দ করছেন। এর প্রমাণ মিলছে টিআরপি তালিকাতেই। আবার অনেক সময় টিআরপি কম থাকার জেরে সিরিয়াল (Serial) বন্ধ হতে গিয়েও দর্শকদের দাবিতে ফিরে আসছে।

This zee bangla serial brought back real life incident

টিআরপি বাড়াতে কী চমক এল: সম্প্রতি এমনি একটি সিরিয়ালে (Serial) ঘটল বড়সড় চমকপ্রদ কাণ্ড। ধারাবাহিকের গল্পে উঠে এল ডাক্তারি পড়ুয়াদের আমরণ অনশনের দৃশ্য। জি বাংলার অন্যতম সিরিয়াল ‘পুবের ময়না’। টিআরপি তেমন না উঠলেও দর্শকরা যে এই সিরিয়াল (Serial) দেখতে পছন্দ করেন তার প্রমাণ মিলেছে আগেই। এবার তাদের আগ্রহ আরো বাড়াতে বিগত কয়েক দিন ধরে চলছে টানটান উত্তেজনার পর্ব।

আরো পড়ুন : ১.৫ কিমি দূরে থেকেই অব্যর্থ নিশানা! ভারতীয় “সাবার”-এর কাছে পাত্তা পেল না মার্কিন অস্ত্রও

কী চলছে সিরিয়ালে: সিরিয়ালে (Serial) দেখানো হচ্ছে, ধানসিঁড়ি ওরফে ময়নাকে বিপদে ফেলতে তার খাবারে মাদক মিশিয়ে দেয় অয়ন। কিন্তু বুদ্ধি খাটিয়ে তার মুখোশ খুলে দেয় ময়না। তবুও তারপরেও তাকে কলেজ থেকে শাস্তি না দেওয়ায় ময়না ঘোষণা করে সে আমরণ অনশনে বসবে। আর এতে সহপাঠীদের অনেককেই পাশে পায় সে।

আরো পড়ুন : মোদীর “আত্মনির্ভর ভারত” গড়ল ইতিহাস! প্রথমবারের মতো আমেরিকা কিনতে চলেছে এই দেশীয় অস্ত্র

সিরিয়ালের (Serial) এই ট্র্যাক দেখে অনেকেই মিশ পেয়েছেন বাস্তবের সঙ্গে। কয়েক মাস আগেও এই রাজ্য সাক্ষী থেকেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের। বাস্তবের ছায়াই কি পড়ল সিরিয়ালে (Serial), নাকি নেহাতই কাকতালীয় বিষয়, উঠছে প্রশ্ন। উল্লেখ্য, কিছুদিন আগে ‘রোশনাই’ সিরিয়ালেও ‘জাস্টিস’ চাওয়ার দৃশ্যকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছিল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X