বাংলা হান্ট ডেস্ক: বিশ্ব বিখ্যাত শতাব্দী প্রাচীন ভ্রমণ সংস্থা টমাস ক্রুক।গত ১৭৮ বছর ধরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল টমাস কুকের ভ্রমণ ব্যবসা।১৮৪১ সালে পথ চলা শুরু করেছিল ওই সংস্থাটি ঋণের ভারে বর্তমানে নিঃশেষ হওয়া র অবস্থায় সংস্থা টি। বেশ কিছু দিন ধরেই নানা রকম আর্থিক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাটি। পরিস্থিতি ঠিক করতে প্রয়োজন ছিল প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে সতেরোশো কোটি টাকা।কিন্তু হলো না সেই শেষ রক্ষা। বেসরকারি বিনিয়োগকারীদের থেকে ওই টাকা তুলে সংস্থাটিকে বাঁচানোর শেষ চেষ্টা হয়েছিল।কিন্তু তাতেও কোনো লাভ ই হয় নি।সোমবার এই শতাব্দী প্রাচীন এই সংস্থাটি ঘোষণা করে যে তারা নিঃস্ব হয়ে গেছে।এমনকি বন্ধ হয়ে গিয়েছে তাদের বিমান সংস্থাও।
এইদিন সংস্থাটির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় যাতে জানানো হয়েছে, ‘প্রচুর চেষ্টা সত্ত্বেও, সংস্থার শেয়ার হোল্ডার ও সংস্থার বিনিয়োগকারীদের মধ্যে যা আলোচনা হয়েছিল তা শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়নি। তার পরই বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছয় যে, দ্রুত সংস্থাটিকে বাধ্যতামূলক দেউলিয়া ঘোষণা ছাড়া সামনে আর কোনও পথ খোলা নেই।’সংস্থার চিফ এগজিকিউটিভ পিটার ফ্যাঙ্কহাউসার এর বক্তব্য , “সত্যিই এটা খুবই দুঃখের দিন। এটা আমার কাছে গভীর অনুতাপের বিষয় যে আমি এবং অন্যান্য বোর্ড সদস্যরা সফল হলাম না।”
তবে এই ঘটনায় সব থেকে বেশি বিপাকে পড়েছে লক্ষ লক্ষ পর্যটক যাদের মধ্যে শুধু শুধুমাত্র ব্রিটেনেই সমস্যায় পড়েছেন দেড় লক্ষ পর্যটক। ইতিমধ্যেই তাঁরা অভিযোগ জানিয়ে সংস্থার থেকে ক্ষতিপূরণও দাবি করেছেন । তথ্য বা নথি অনুযায়ী, টমাস কুকের এমন পরিণতির জেরে বিশ্ব জুড়েই বিপদে পড়তে পারেন মোট ৬ লক্ষ পর্যটক।তবে শুধু পর্যটক না। মাথায় হাত পড়েছে সংস্থার হাজার হাজার কর্মী দের। সোমবারের ঘোষণায় আশাভঙ্গ সংস্থার হাজার হাজার কর্মী। সংস্থা র এহেন দশা হওয়ায় কাজ হারাতে চলেছেন প্রায় ২২ হাজার কর্মী যার মধ্যে ৯ হাজার জন ব্রিটেনের। এ দিনের সিদ্ধান্তের পর বন্ধ করে দিতে হবে সংস্থার ট্রাভেল এজেন্সিগুলিও।