বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেশের মানুষ এই মুহূর্তে ব্যস্ত আইপিএল নিয়ে। তার মধ্যেই সকলের নজরের বাইরে ইতিহাস গড়লেন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়রা। ৭৩ বছরের খরা কাটিয়ে দেশে মেডেল আসতে চলেছে কোনও পুরুষদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে। থমাস কাপ নামক ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে পদক নিশ্চিত করলেন কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়রা, যা কিনা করে দেখাতে পারেননি সিন্ধু, সাইনারাও। মালয়েশিয়ার বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর ভারতীয় দল দলগত বিভাগের সেমিফাইনালে পৌঁছেছে।।
যদিও কোয়ার্টারের প্রথম ম্যাচে ভারতের লক্ষ্য সেন হার দিয়ে শুরু করেছিলেন। বিশ্বের নয় নম্বরে থাকা লক্ষ্য মালেশিয়ার লি জি জিয়ার কাছে তিনি প্রায় এক ঘন্টার লড়াইয়ে হার মানতে বাধ্য হন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি ২১-১৯, ২১-১৫ ব্যবধানে গোহ জে ফেই ও নুর ইজুদ্দিনকে হারিয়ে ভারতের আশা বাঁচিয়ে রাখেন।
মরণবাচঁন তৃতীয় ম্যাচে ভারতের শ্রেষ্ঠ পুরুষ ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত। তিনি হারান মালেশিয়ার এনজি জে ইয়ংকে ২১-১১, ২১-১৭ ব্যবধানে। কিন্তু চতুর্থ ম্যাচে ফের ধাক্কা মালেশিয়ার অ্যারন চিয়া এবং তিয়ো-র জুটি ২১-১৯, ২১-১৭ ফলে হারিয়ে দেন ভারতীয় শাটলার জুটি কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়কে।
HS Prannoy does it. He beats Leong Jun Hao of Malaysia 21-13 21-8 in the deciding match of the Thomas Cup QF. Kidambi Srikanth, Chirag Shetty & S Rankireddy are the other winners as 🇮🇳 beat 🇲🇾 3-2 to be assured of a first ever medal in 73 years of the Badminton Men’s team c’ships pic.twitter.com/0jfOaymtb4
— jonathan selvaraj (@jon_selvaraj) May 12, 2022
তবে তখনও ক্ষীণ আশা বেঁচে ছিল ভারতের। ২-২ অবস্থায় থাকা ম্যাচের শেষ টাইয়ে ৩৯ মিনিটের লড়াইয়ে এইচএস প্রণয় ২১-১৩, ২১-৮ গেমে হারিয়ে দেন লিয়ং জুন হাওকে এবং নিশ্চিত হয়ে যায় অন্তত একটি পদক। আজ তাদের ম্যাচের দিকে তাকিয়ে সর্বোচ্চ পদকের প্রত্যাশায় থাকবেন ভক্তরা।