এমন পাঁচ খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা হতে পারেন বিরাটদের গেম চেঞ্জার

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। এমনকি বেশকিছু দেশ নিজেদের একাদশও ঘোষণা করে দিয়েছে। ভারত এখনও টি-টোয়েন্টি স্পেশালিস্টদের নাম সামনে আনেনি ঠিকই, কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বহু জল্পনা। কারা পাবেন বিশ্বকাপে নীল জার্সি পড়ে খেলার সুযোগ তা হয়তো এখনই বলা সম্ভব নয়, কিন্তু দাবিদার রয়েছেন অনেকেই। ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বেশকিছু দাবিদারদের নাম আসুন দেখে নেওয়া যাক।

Suryakumar Yadav Twitter

সূর্য কুমার যাদবঃ

টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার নিজেকে প্রমাণ করেছেন বারবার, যদিও ভারতের হয়ে এখনও পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু আইপিএলে মুম্বাইয়ের হয়ে যেভাবে নিজেকে প্রমাণ করেছেন এই ব্যাটসম্যান তা অনবদ্য। আর সেই কারণে তেমন কিছু বিরাট অঘটন না ঘটলে সূর্য কুমারের জায়গা যে একপ্রকার পাকা তা বলাই বাহুল্য। যদিও তিনি যদি পাঁচ নম্বরে খেলেন সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ার কোথায় খেলবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছেন সূর্যকুমার যার মধ্যে দুটিতেই রয়েছে অর্ধশতরান। তাই তাকে বাইরে রাখাও যথেষ্ট কঠিন হবে ভারতের জন্য।

IMG 20210823 183843

বরুণ চক্রবর্তীঃ

দীনেশ কার্তিকের মত অনেক বিশেষজ্ঞদের মতে এই বিশ্বকাপে ভারতের হয়ে এক্স ফ্যাকটর হয়ে উঠতে পারেন বরুণ চক্রবর্তী। এই দুর্দান্ত রহস্য স্পিনার গতবছর একা হাতে খেলা বদলে দিয়েছিলেন আইপিএলে। ১৩ টি ১৭ টি উইকেট নিয়েছিলেন বরুণ, রয়েছে একটি ‘ফাইভ উইকেট হল’-ও। তার সামনে এ বি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিকে পর্যন্ত পড়তে দেখা গিয়েছে সমস্যায়। তাই হঠাৎ কোনো সুযোগ চলে আসতেই পারে বরুণ চক্রবর্তী জন্য।

Shikhar Dhawan vs ENG 1

শিখর ধাওয়ানঃ

ব্যাট হাতে কে এল রাহুল যেরকম ফর্মে হয়েছেন শিখরের আদৌ সুযোগ হবে কি প্রথম একাদশে এরিয়া রয়েছে যথেষ্ট প্রশ্ন। শিখর এমন একজন প্লেয়ার আইসিসি টুর্নামেন্ট যার রেকর্ড দুরন্ত। কিন্তু অন্যদিকে দ্রুত গতিতে উঠে আসছেন কে এল রাহুল সে ক্ষেত্রে তিনি যদি চার নম্বরে ব্যাট করেন হয়তোবা শিখরের জায়গা হতে পারে ভারতীয় দলে। কিন্তু তা না হলে এই মুহূর্তে শিখরকে নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সম্প্রতি শ্রীলঙ্কা সফরও তেমন ভালো যায়নি তার। এমনকি দুবার গোল্ডেন ডাক নিয়েও ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। তাই সে ক্ষেত্রে দৌড়ে যে কিছুটা কে এল রাহুল এগিয়ে থাকবেন তা বলাই বাহুল্য।

T Natarajan 2 768x576 1

টি নটরাজনঃ

নটরাজন এমন একজন খেলোয়াড় যাকে অনেক সময়ই ডাকা হয় ভারতের মুস্তাফিজুর রহমান বলে। এই বাঁহাতি বোলার একদিকে যেমন দলে নিয়ে আসেন বেশ কিছুটা ভেরিয়েশন, তেমনি তার লক্ষ্যভেদী ইয়ার্কারের সামনে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে ম্যাক্সওয়েলের মত মারকুটে ব্যাটসম্যানকেও। অস্ট্রেলিয়া সফরের সুযোগ পেয়েই নটরাজন বুঝিয়ে দিয়েছিলেন তিনি পুরোপুরি তৈরি। ভারতের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন নটরাজন। আর তাই বুমরার সাথে জুটি বেঁধে বিশেষত পাওয়ার প্লের ওভারে মারাত্মক ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।

shardulthakur3rdodi 1200x768 1

শার্দুল ঠাকুরঃ

টি-টোয়েন্টি ক্রিকেট মানে শার্দুল ঠাকুর যে একজন বড় দাবিদার এ নিয়ে কোন সন্দেহ নেই। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও তিনি বেশ উপযোগী। সাথে সাথেই বল হাতে আরব আমিরশাহীতে রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই জোরে বোলার। দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতা এবং ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করার আত্মবিশ্বাস অন্তত দাবীদার হিসেবে তাকে অনেকটা এগিয়ে রাখবে তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর