সেই ভারতীয় ক্রিকেটার যারা অন্য দেশের হয়ে খেলেছেন, তিনজন তো ধরেছিলেন পাকিস্তানের হাত

বাংলা হান্ট ডেস্কঃ বিশেষত ভারতে ক্রিকেট এমন একটি জনপ্রিয় খেলা লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখেন ক্রিকেটার হয়ে ওঠার। তাদের মধ্যে মাত্র কয়েকজনই পৌঁছতে পারেন জাতীয় দলে। তবে আমাদের এই ভারতবর্ষে এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যারা একটি নয় খেলেছিলেন দুটি জাতীয় দলের হয়ে। আরও আশ্চর্যের কথা এই যে এদের মধ্যে তিনজন এমন খেলোয়াড় রয়েছেন যারা ভারত-পাকিস্তান দুই দলের হয়েই ক্রিকেট খেলেছেন এবং একজন এমন খেলোয়াড়ও রয়েছেন যিনি ক্রিকেট খেলেছেন ভারত এবং ইংল্যান্ডের হয়ে।

images 2021 10 04T173217.153

ইফতিকার আলী খান পতৌদিঃ

ভারতীয় ক্রিকেটে মনসুর আলী খান পতৌদি আজও ক্রিকেট সমর্থকদের কাছে পরিচিত প্রথম জনপ্রিয় ক্যাপ্টেন হিসেবে। ইফতিকার আলী খান পতৌদি ছিলেন তার বাবা। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারেননি তিনি। কিন্তু তার অসামান্য প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররাও। কার্যত ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়েছিলেন পতৌদি। সেখানেই তার ক্রিকেট খেলার প্রতিভা দেখে তবে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। ইংল্যান্ডের হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন ইফতিকার। যার মধ্যে একটিতে সেঞ্চুরিও রয়েছে তার। এরপর ভারতের হয়ে তিনটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। যার মধ্যে দু’টি টেস্ট ড্র করেছিল ভারত এবং একটিতে তারা মুখোমুখি হয়েছিল পরাজয়ের।

images 2021 10 04T172008.299

আব্দুল হাফিজঃ

আব্দুল হাফিজ এমন একজন ক্রিকেটার যিনি ভারত-পাকিস্তান উভয় দলের হয়েই ক্রিকেট খেলেছেন। প্রথম জীবনে ভারতের তিনটি টেস্ট খেলেছিলেন তিনি, এরপর তিনি চলে যান পাকিস্তানে। সেখানে পাকিস্তানের হয়ে আরও ২৩ টি টেস্ট খেলেন। ১৯৪৬ সালে প্রথম টেস্ট জীবন শুরু হয়েছিল তার, ৫২ সালে তিনি চলে যান পাকিস্তানে। পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান দলের অধিনায়কও হয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে চার-পাঁচটি হাফ সেঞ্চুরি এবং ২১ টি উইকেট রয়েছে।

057119

গুল মোহাম্মদঃ

হাফিজের মতোই গুল মোহাম্মদও খেলা শুরু করেছিলেন ভারতের হয়েই। ১৯৪৬-৫২ সাল অবধি ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছিলেন তিনি। এরপর তিনি চলে যান পাকিস্তানে। যদিও পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন গুল মোহাম্মদ।

images 2021 10 04T173154.560

আমির এলাহীঃ

আমির এলাহী এমন তৃতীয় খেলোয়াড় ভারত-পাকিস্তান উভয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ১৯৪৭ সালে ভারতের একটি টেস্ট ম্যাচ খেলে ছিলেন তিনি। এরপর তিনি চলে যান পাকিস্তানে। সেখানে খেলেছিলেন আরও পাঁচটি টেস্ট।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর