শামির সঙ্গে অভদ্রতা নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাট কোহলি, নেটিজেনদের দিলেন কড়া বার্তা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মরণ-বাঁচন ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচে জয় হাসিল করলে তবেই বিশ্বকাপে টিকে থাকতে পারবে বিরাট বাহিনী। বিশেষত পাকিস্তান ম্যাচে হারের পর এই যাত্রা আরো কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য। এ ম্যাচে হারের পর থেকেই শুরু হয়েছিল নানা রকমের সমালোচনা। এমনকি ভারতের গতি তারকা মোহাম্মদ শামিকে দেশদ্রোহী বলেও সমালোচনা করতে শুরু করেন নেটিজেনরা। তার ধর্মকে টেনে আনা হয় খেলার মাঝে, যা ছিল চূড়ান্ত হতাশাজনক। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে বিসিসিআই। আকারে-ইঙ্গিতে নিজের বয়ান দিয়েছেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও।

এবার এই নিয়ে মুখ খুললেন দলের অধিনায়ক বিরাট কোহলি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোহলি বলেন, “সেই কারণেই আমরা মাঠে লড়াই করছি, এবং আমরা একদল মেরুদণ্ডহীন সোশ্যাল মিডিয়ার লোক নই যাদের কোন সাহস নেই একজন ব্যক্তি মানুষের সামনে দাঁড়ানোর। তারা পরিচয় আত্মগোপন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। আজকের দিনে এটা একটা মজা নেওয়ার উৎস হয়ে উঠেছে যা সত্যি হতাশাজনক।”

একইসঙ্গে এদিন হার্দিক পান্ডিয়া এবং শার্দুল ঠাকুরের বিষয়ে মুখ খুলেছেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন হার্দিক সামান্য চোট পেয়েছিলেন তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। অন্যদিকে শার্দুলের বিষয়ে তিনি বলেন, “তিনি(শার্দুল) এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘদিন ধরেই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি দনে অবশ্যই অনেকটা যোগদান দিতে পারেন। যদিও আমি এখনই বলতে পারছি না তিনি কি রোল পাবেন এবং তাকে নিয়ে আমাদের আগামী পরিকল্পনা কি। তবে এটুকু বলতে পারি শার্দুলের কথা অবশ্যই আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে।”

IMG 20210913 212116

একইসঙ্গে তিনি এও জানিয়েছেন ট্রেন্ট বোল্টের মত বাঁহাতি বোলারকে সামলানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ ভারতের বিরুদ্ধে শাহিনের পারফরম্যান্সের পর তিনি উজ্জীবিত হয়ে আছেন। এদিনও ফের একবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টস সম্পর্কে মুখ খুলেছেন বিরাট। তিনি মেনে নিয়েছেন, এই টুর্নামেন্টের টস একটি বড় বিষয়। তবে একই সঙ্গে তার মত, আমাদের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং দেখতে হবে যে কোনও পরিস্থিতিতে আমরা ব্যাটিং এবং বোলিং করতে পারি কিনা। সবমিলিয়ে কালকের ম্যাচে মাঠে নামার আগে যে ভারতীয় দল সম্পূর্ণ আত্মবিশ্বাসী এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর