বাংলা হান্ট ডেস্কঃ ভারত ইংল্যান্ড সিরিজে এই মুহূর্তে রয়েছে টানটান উত্তেজনা। একদিকে যেমন লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত তেমনি আবার লিডসে দুরন্ত কামব্যাক করেছে ইংল্যান্ড। যার জেরে ওভাল টেস্ট এখন মারাত্মক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের জন্য। তবে ভারতীয় দলে এই মুহূর্তে এমন কিছু খেলোয়াড় রয়েছেন, যারা পৌঁছে গিয়েছেন তাদের কেরিয়ারের অন্তিম পর্বে। কার্যত ইংল্যান্ড সফরেই তাদের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদের মধ্যে একদিকে যেমন রয়েছেন ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে, তেমনি রয়েছেন তারকা পেশার ইশান্ত শর্মাও। আসুন দেখে নেওয়া যাক এমন তিন খেলোয়াড়দের যারা রয়েছেন তাদের অন্তিম পর্বে।
অজিঙ্কা রাহানেঃ
অজিঙ্কা রাহানে নেতৃত্বে গতবারই অস্ট্রেলিয়া সিরিজ জিতে ছিল ভারতীয় দল। মেলবোর্নে ১১২ রানের দুরন্ত ইনিংসও খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ইংল্যান্ডে কার্যত সেভাবে ফর্মে নেই রাহানে, একটি মাত্র হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। সেই কারণে অনেকেই মনে করছেন, শুরু হয়ে গিয়েছে তার কেরিয়ারের কাউন্টডাউন। বিশেষত যখন দলের বাইরে অপেক্ষা করছেন সূর্য কুমার যাদবের মত মধ্যক্রমের ব্যাটসম্যানরা। আর তাই ইংল্যান্ড সফর খারাপ গেলে হয়তোবা প্রথম একাদশ থেকে ছিটকে যেতে হতে পারে ভারতের বর্তমান সহ-অধিনায়ককে।
ইশান্ত শর্মাঃ
ভারতীয় পেস ব্যাটারির সবচেয়ে অভিজ্ঞ বোলার হিসেবে বহু ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন ইশান্ত। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের সেভাবে ফর্মে নেই তিনি। বিশেষত হেডিংলিতে ২২ ওভার বল করে ৯২ রান খরচ করার পর থেকেই তার কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরদের মত বোলাররা পরিবর্ত খেলোয়াড় হিসেবে এই মুহূর্তে যথেষ্ট তৈরি। আর তাই ইশান্তের কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে ইংল্যান্ড সফরের পরেই।
ঋদ্ধিমান সাহাঃ
ঋদ্ধিমান ৩৭ বছর পূর্ণ করবেন আর কয়েক মাসের মধ্যেই। ভারতের এই দুরন্ত উইকেট কিপার প্রথমদিকে সেভাবে সুযোগ পাননি মহেন্দ্র সিং ধোনির জন্য। পরবর্তী ক্ষেত্রে ভারতে এখনও পর্যন্ত ৩৮ টি টেস্ট খেলেছেন বাংলার এই খেলোয়াড়। লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং দুরন্ত উইকেটকিপার হিসেবে দলে সুযোগ পেয়ে এসেছেন তিনি এবং উইকেটের পিছনে নিজেকে প্রমাণ করতে কোনোভাবেই কোন খামতি রাখেননি ঋদ্ধি। কিন্তু পান্থ তাহলে আসার পর থেকে স্বাভাবিকভাবেই তার কেরিয়ার এখন প্রশ্নের মুখে। পান্থের ব্যাটিং অনেক বেশি আক্রমনাত্মক হওয়াই তিনিই এখন দলের প্রথম পছন্দ। তাই ভারতীয় ক্রিকেট থেকে ক্রমাগত ব্রাত্য হয়ে যাচ্ছেন ঋদ্ধিমান। অনেকেই মনে করছেন ইংল্যান্ড সফরের পর শেষ হয়ে যেতে পারে তার কেরিয়ারও।