‘যারা রামের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা এখন রাবণকে টেনে আনছে !’ কংগ্রেসকে খোঁচা মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটে লাগাতার নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও উপায়ে পুনরায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসাই হল প্রধানমন্ত্রীর এক এবং একমাত্র লক্ষ্য।

বৃহস্পতিবার গুজরাটের পঞ্চমহল জেলার কলোল শহরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)  বলেন, তাকে নিয়ে কংগ্রেসের নেতাদের মধ্যে আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিযোগিতা চলছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের নির্বাচনী প্রচারের সময় মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) প্রসঙ্গ উল্লেখ করে বলেন, যে কে তার বিরুদ্ধে সবচেয়ে অবমাননাকর এবং কুরুচিসম্পন্ন শব্দ ব্যবহার করবে তা নিয়ে সমস্ত কংগ্রেস নেতাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে । প্রধানমন্ত্রী, এদিন স্পষ্টতই মধুসূদন মিস্ত্রির মন্তব্যকে উল্লেখ করে বলেন, ” খাড়গের আগেও আরেক কংগ্রেস নেতা বলেছিলেন যে, আমাকে আমার আসল ‘আউকাত’ (স্থান) দেখাবে।”

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গত ২৮ নভেম্বর আহমেদাবাদ শহরের বেহরামপুরা এলাকায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাবণের সঙ্গে তুলনা করে মোদী প্রসঙ্গে বলেছিলেন, ‘ মোদী তুমি কি ১০ মাথাওয়ালা রাবণের মতো? যে সব জায়গায় থাকবে? ‘

বৃহস্পতিবার গুজরাটের পঞ্চমহল জেলার কালোল শহরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কে তার বিরুদ্ধে সবচেয়ে অবমাননাকর এবং কুরুচিসম্পন্ন শব্দ ব্যবহার করবে তা নিয়ে সমস্ত কংগ্রেস নেতাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। যারা কখনও ভগবান রামের অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখন রামায়ণ থেকে রাবণকে এনেছে। আমি আরও অবাক হচ্ছি যে অন্যের প্ৰতি অশ্লীল শব্দ ব্যবহার করার পরও এদের কোনো অনুশোচনা নেই, এরা ক্ষমাপ্রার্থী নয়। আমি রামভক্ত, আর রামভক্তকে রাবণ বলা ভুল। বিরোধীরা যত বেশি কাদা ছুড়বে, তত বেশি পদ্ম ফুটবে। ”

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার, মোদি রাজ্যে চলছে প্রথম দফার নির্বাচন (Gujarat Election ) প্রক্রিয়া৷ সৌরাষ্ট্র-কচ্ছ সহ গুজরাটের দক্ষিণাঞ্চলের মোট ১৯টি জেলার ৮৯টি আসনে চলছে ভোট গ্রহণ । গুজরাটে দ্বিতীয় দফায় উত্তর ও মধ্য গুজরাতের ৯৩টি আসনে ভোট হবে আগামী সোমবার। ভোট গণনা ৮ ডিসেম্বর।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর