বাংলাহান্ট ডেস্ক : “ভালো চোখের চিকিৎসা দুবাইতে হয় না। আমরা এটা জানা সত্ত্বেও আগে একজনকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছিলাম।” আজ একটি মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। পশ্চিমবঙ্গে বিচারাধীন একটি মামলায় মুম্বাইয়ের এক ব্যবসায়ী চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে মামলা করেন কলকাতা হাইকোর্টে।
এই রাজ্যের পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের এই আবেদন বাতিল করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত ব্যবসায়ী মামলা করেন কলকাতা হাইকোর্টে। রাজ্যের আইনজীবী আদালতে সওয়াল জবাবে বলেন, “এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করা সম্ভব। কোনও প্রয়োজন নেই বিদেশে যাওয়ার।”
তবে এই মামলায় ভিন্নমত পোষণ করেছে হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী এই মামলাটি শুনছিলেন। পর্যবেক্ষণ জানাতে গিয়ে বিচারপতি মন্তব্য করেন, “চিকিৎসার ব্যাপারে মামলাকারীর পছন্দ বা ইচ্ছাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিছুদিন আগেও চোখের চিকিৎসা করানোর জন্য একজন দুবাই যাওয়ার আবেদন করেন।”
এরপর বিচারপতি জানান, দুবাইয়ে চোখের চিকিৎসা ভালো হয় এমন কোনও ব্যাপার নেই। কিন্তু তা সত্ত্বেও আদালত আবেদনকারীর আবেদন বাতিল করেনি। এদিন বিচারপতি বলেন, “চোখের চিকিৎসা দুবাইতে ভালো হয় না তা আমরা জানি। তা সত্ত্বেও আমরা কোন আপত্তি জানাইনি।”
উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারিতে নাম উঠে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আদালতে চোখের চিকিৎসা করানোর জন্য দুবাই যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। ওয়াকিবহল মহলের ধারণা, আজ বিচারপতি নাম না করে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গই টেনে এনেছেন।