সমানাধিকারের প্রতীক রামানুজনের স্মৃতিতে তৈরি হচ্ছে ২১৬ ফুটের ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’; খরচ হাজার কোটি টাকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৈষ্ণব সন্ত ও ধর্মপ্রচারক রামানুজের (ramanuj) হাজারতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলছে বিরাট মন্দির নির্মাণ। এই মন্দির নির্মাণে খরচ হবে হাজার কোটি টাকা।

রামানুজ ১০১৭ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় সনাতন ধর্মের এক প্রবাদ প্রতীম পুরুষ৷  হিন্দু দর্শনের বিশিষ্টাদ্বৈত বেদান্তের প্রধান ব্যাখাকারী হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন।

রামানুজের মতে ভক্তির অর্থ আরাধনা বা কীর্তন-ভজন নয় বরং ঈশ্বরের ধ্যান করা বা প্রার্থনা করা। সামাজিক দৃষ্টিকোণ থেকে রামানুচার্য ভক্তিকে বর্ণ ও শ্রেণি থেকে পৃথক এবং সকলের পক্ষে সম্ভব বলে বিবেচনা করতেন।

সমানাধিকারের কথা বলা এই রামানুজের হাজারতম জন্মবার্ষিকীতেই তৈরি হচ্ছে স্ট্যাচু ওফ ইকুয়ালিটি বা সমানাধিকারের মূর্তি। এই মূর্তিটি হবে ২১৬ ফুট লম্বা।

অষ্টধাতুর এই মূর্তি বসবে রামানুজের মন্দিরের উপরে৷ মন্দিরের গর্ভগৃহে থাকবে ১২০ কেজি সোনার মূর্তি৷ হায়দ্রাবাদ থেকে ৪০ কিমি দূরে রামনগরে তৈরি হচ্ছে এই মন্দির। সনাতন পরম্পরায় এত বড় মূর্তি এখনো তৈরি হয় নি।

অষ্টধাতুর রামানুজের মূর্তিটি তৈরি হচ্ছে চীনে৷ ইতিমধ্যেই তা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। মূর্তিটি তৈরি করতে খরচ হবে ৪০০ কোটি টাকা।

রামানুজ ১২০ বছর বয়সে তার নশ্বর দেহ ত্যাগ করেন। এই মহা মানবের জীবৎকালকে স্মরনীয় করে রাখতেই গর্ভগৃহে বসানো হবে ১২০ কেজির মূর্তি।

প্রসঙ্গত, রামানুজের বহু পূর্বে বাংলায় চৈতন্য মহাপ্রভু একই ভাবে সমানাধিকারের কথা বলেছেন, ‘চন্ডালহপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ’

X