বাংলা হান্ট ডেস্ক : মিরাটের (Meerut) বিজেপি প্রার্থি (BJP Candidate) অরুণ গোভিলের (Arun Govil) রোড শো ঘিরে ধুন্ধুমার। সূত্রের খবর, এই রোড শো থেকে প্রায় এক ডজনেরও বেশি মানুষের পার্স, মোবাইল এবং টাকা চুরি হয়েছে। ইতিমধ্যেই থানায় পৌঁছেছেন এক ডজনেরও বেশি ভুক্তভোগী। এই ঘটনাতে রাখা গ্রেফতার হয়েছেন তিনি ব্যক্তি। শুরু হয়েছে তদন্ত, সেই সাথে সামাজিক মাধ্যমেও চর্চা বিস্তর।
উল্লেখ্য, মিরাট লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024)সামনে রেখে অরুণ গোভিলের একটি রোড শোয়ের আয়োজন করা হয়েছিল এইদিন। ছোটপর্দার রামের সাথে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন লক্ষ্মণ (সুনীল লাহিড়ী) এবং ‘সীতা’ (দীপিকা চিখালিয়া)। তাদের দেখার জন্য ব্যাপক ভিড় জমে যায় এলাকায়। যার সুযোগ নেয় কয়েকজন দুস্কৃতী।
সূত্রের খবর, মিরাটের এই রোড শো থেকে প্রায় এক ডজনেরও বেশি মানুষের মোবাইল ফোন ও পার্স খোয়া গেছে। যাদের মোবাইল এবং পার্স চুরি হয়েছে তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মী এবং কিছু মিডিয়ার ব্যক্তিও ছিলেন। ঘটনাটি সামনে আসতেই ভুক্তোভোগীরা নৌচন্ডি থানায় পৌঁছে অভিযোগ জানান।
এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘আমি দোকানে বসে ছিলাম। অরুণ গোভিল জির কনভয় আসছিল। সেখানে প্রচুর ভিড় ছিল। জয় শ্রী রাম স্লোগান দিয়ে ফিরে এসে দেখি টাকা গায়েব। সেখানে ছিল ৩৬ হাজার টাকা।’ শোনা যাচ্ছে, ভিড়ের সুযোগ নিয়ে কিছু দুস্কৃতী এই ঘটনাটি ঘটিয়েছে। ইতিমধ্যেই তিনজনকে আটক করে চোরাই মালও উদ্ধার করেছে পুলিশ।