বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর থেকে পাকিস্তানে হাহাকারের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের নেতাই না, তাঁদের ক্রিকেটারেরাও এবার বিতর্কিত বয়ান দেওয়া শুরু করেছে। শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার আর সারফারাজ আহমেদ এর পর এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঞাদাদও (javed miandad) ভারতকে হুমকি দেওয়া শুরু করেছে। জাভেদ মিঞাদাদ আবেগের বাঁধ ভেঙে দিয়ে, ভারতে হামলা করার হুমকি দিয়ে দিলো। একটি পাকিস্তানি চ্যানেলে কথা বলার সময় মিঞাদাদ ভারতকে ভিতুদের দেশ পর্যন্ত বলে দেয়।
জাভেদ মিঞাদাদকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে, মিঞাদাদ বলে, ‘যদি আপনার কাছে লাইসেন্স হাতিয়ার থাকে, তাহলে আপনাকে হামলা করা উচিত। এটা সব যায়গার নিয়ম, আপনি নিজেকে বাঁচানোর জন্য এটা করতেই পারেন। যখন তাঁদের লাশ তাঁদের বাড়ি যাবে, তখন তাঁরা বুঝবে।” জাভেদ মিঞাদাদকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দেওয়ার কথা বললে, জাভেদ মিঞাদাদ বলে, ‘আমি এর আগেও বলেছি ভারত ভিতুদের দেশ। এখনো পর্যন্ত ওরা করেছে কি? পরমাণু বোমা আমরা এমনিই রাখিনি। আমরা ওটাকে নিক্ষেপ করার জন্যই রেখেছি। আমরা সুযোগ পেলেই হিন্দুস্তানকে সাফ করে দেবো।”
https://www.instagram.com/p/B1ThtQdHKBS/?utm_source=ig_embed
আপনাদের জানিয়ে রাখি, জাভেদ মিঞাদাদ এর আগে শোয়েব আখতার, পাকিস্তানের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সারফারাজ আহমেদ আর শাহিদ আফ্রিদি কাশ্মীর নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছে। সরফরাজ আহমেদ মিডিয়ার সাথে কথা বলার সময় বলেছিল, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি এই সমস্যার সময়ে উনি যেন কাশ্মীরি ভাইদের পাশে থাকেন। আমি তাঁদের দুঃখ বুঝি। গোটা পাকিস্তান তাঁদের পাশে আছে।” শাহিদ আফ্রিদি রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু তোলার দাবি করেছিল। শোয়েব আখতার বিতর্কিত ট্যুইট করে কাশ্মীর ইস্যু নিয়ে নিজের মতামত পেশ করেছিল।