বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রকাশ্যে কথা বলতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। এবার সেই রাজ্যপালই খুনের হুমকির মুখে পড়লেন। সূত্রের খবর, রাজ্যপালের উদ্দেশ্যে একটি ই-মেল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে খুনের হুমকি দেওয়া হয়েছে।
কী লেখা ছিল মেইলে?
জানা গিয়েছে ওই মেইলে লেখা ছিল ‘Will Blast Him’, অর্থাৎ তাঁকে উড়িয়ে দেওয়া হবে। এই মেইল পাওয়ার পরই প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয় এবং রাজ্যপালের (CV Ananda Bose) নিরাপত্তা আরও বাড়ানো হয়। বৃহস্পতিবার রাজ্যপালের কাছে ওই হুমকি-ইমেলটি আসে। এরপর বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এরপরই রাতের মধ্যেই রাজ্যপালের নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ।
এর আগেও হুমকি দেওয়া হয়েছিল রাজ্যপালকে (CV Ananda Bose)
সূত্রের খবর, এই প্রথমবার নয়, এর আগেও একইভাবে রাজ্যপালকে (CV Ananda Bose) হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার হুমকির ভাষা আরও গুরুতর হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও এক বড় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় হাঁটবেন। তাঁর কথায়, কলকাতার সাধারণ মানুষের উপর তাঁর ভরসা রয়েছে এবং তাঁরাই তাঁকে নিরাপত্তা দেবেন।

আরও পড়ুনঃ ‘মমতার বাড়িতে রেড হলে ১০০ কোটি মিলবে!’ ED অভিযানের মাঝে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
উল্লেখ্য, রাজ্যপাল (CV Ananda Bose) বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উন্নতির জন্য কী কী প্রয়োজন, তা তুলে ধরে একটি ইস্তেহারও প্রকাশ করেন তিনি। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যা দেখেছেন ও বুঝেছেন, সেটাই রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।












