BJP প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হুমকি পোস্টার, যা লেখা রয়েছে… দেখে ভয়ে কাঁটা সকলে

   

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল পঞ্চায়েত ভোট (West Bengal Panchayat Election)। সেই নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার উঠে এসেছে অশান্তির চিত্র। এর জেরে আজ রাজ্যের ১৯টি জেলাতে ফের র্নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে গিয়েছে একাধিক জায়গায় পুনর্নির্বাচন (Panchayat Election Repoll)। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে মোট ৬৯৬টি বুথে একেবারে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নজরদারিতে ভোটগ্রহণ। তবে এই পুনর্নির্বাচনের দিনেও চাপা উত্তেজনার পরিবেশ বিভিন্ন স্পর্শকাতর এলাকায়। ভোটের দিন হিংসা-অশান্তির ঘটনায় বারংবার খবরের শিরোনামে উঠেছে উত্তরবঙ্গের কোচবিহার (Coochbehar)। আর পুনর্নির্বাচনের আগের রাতেও অশান্তির ধারা অব্যাহত।

জানা গিয়েছে, কোচবিহারের ঘুঘুমারি অঞ্চলের ১৫৬ নং নম্বর বুথ বসারহাট এলাকায় ভোট দিতে গেলে গলা কাটার হুমকি দিয়ে পোস্টার (Threat poster) পড়ল বিজেপি প্রার্থীর (BJP Candidate) বাড়ির সামনে। এই নিয়ে এলাকার চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, ঘুঘুমারির পঞ্চায়েতের প্রার্থী রেশমি দে ভৌমিকের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় লাল কালিতে লেখা হুমকি পোস্টার। যেখানে লেখা রয়েছে– গেলে গলা কাটা হবে, সাবধান। কার্যতই খুনের হুমকি পেয়ে আতঙ্কিত ওই প্রার্থী ও প্রার্থীর পরিবার।

threat poster

বিজেপি (BJP) প্রার্থী রেশমি দে ভৌমিকের অভিযোগ, শাসকদল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই তার বাড়ির সামনে এই পোস্টার দিয়েছে। পোস্টার পেয়েই তৎক্ষণাৎ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। কে বা কারা এই পোস্টারের নেপথ্যে রয়েছে তা জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর