বাংলাহান্ট ডেস্কঃ ‘উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট থেকে ৬ জন আত্মীয়ের নাম বাদ পড়েছে। তাঁরা যদি হতাশায় আত্মঘাতী হয়, তাহলে ইন্টারভিউর তালিকায় থাকা সকলকে দুর্গাপুজোর মধ্যে খুন করা হবে’-এমনই এক হুমকি ভরা ভিডিও এবং এক চিঠি দিল জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিন (Hizbul Mujahideen)।
শনিবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে এই চিঠি এবং সিডি পাওয়া গিয়েছে। চিঠি এবং ভিডিওতে হুমকির পাশাপাশি তাঁদের এই খবর গোটা সংবাদমাধ্যমকে জানানোর দাবি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে গিয়েছে।
সম্প্রতি কলকাতা থেকে তিনজন JMB জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর আবার JMB’র লিংকম্যান লালু সেন ওরফে রাহুলকে বারাসাত থেকে গ্রেফতার করেছে পুলিশ। JMB’র ডাকাতি গ্যাংয়ের প্রধান হৃদয়ের সঙ্গে একত্রিত হয়ে কলকাতায় বড় কোন ডাকাতির ছক কষছিল কিনা, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।
জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের থেকে যে চিঠি এবং সিডি পাওয়া গিয়েছে, তার মধ্যেকার সিডিতে তৌসিব আলি নামে এক ব্যক্তিকে নিজের পরিচয় দিতে দেখা গেছে, যার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির পেছনের দেওয়ালে রয়েছে পাক জঙ্গি নেতা হাফিজ সইদের ছবি।
ভিডিওতে ওই ব্যক্তি দাবি করেন, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট থেকে তাঁদের ৬ জন আত্মীয়ের নাম বাদ পড়েছে। এখন তাঁরা যদি হতাশ হয়ে আত্মঘাতী হয়ে পড়েন, তাহলে তার দায় নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। আর আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে প্রশাসন যদি কোন পদক্ষেপ না নেয় তাহলে, ইন্টারভিউ লিস্টে থাকা বাকীদের দুর্গাপুজোর মধ্যে খুন করা হবে।
অন্যদিকে চিঠিতে হুমকিসূচক লেখাও ছিল। যেখানে লেখা ছিল, চিঠিটি পাওয়া মাত্র যদি সমস্ত সংবাদমধ্যমে প্রচার করা না হয়, তাহলে তাঁদের হিংসার রোষে পড়তে হবে। এই চিঠি এবং সিডি পাওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তবে বাংলাহান্ট এই সিডি এবং চিঠির সত্যতা যাচাই করেনি।