ইদের দিন পাকিস্তানে বলি দেওয়ার অপরাধে গ্রেফতার তিন, প্রকাশ্যে এল অবাক করা কারণ

বাংলাহান্ট ডেস্ক : পবিত্র ইদে (Eid) বলি দেওয়ার অপরাধে পাকিস্তানে (Pakistan) গ্রেফতার করা হলো তিনজনকে। জানা যাচ্ছে অভিযুক্ত তিন ব্যক্তি অহমদিয়া (Ahamadiyaa Muslim Communiti) সম্প্রদায়ের মানুষ। পাকিস্তানে এই আহমদি সম্প্রদায়ের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে।

সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তানের ফয়সালবাদ শহরে তিন অহমদিয়া সম্প্রদায়ের ব্যক্তিকে ইদের দিন বলি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়। তাদের উপর ইসলামের ভাবনায় আঘাত করার অভিযোগ উঠে আসছে। ইদের দিন সন্ধ্যায় নমাজরের পর অভিযোগকারী ব্যক্তি মসজিদেই ছিলেন। তিনি খবর পান পবিত্র ইদের সময়ে অহমদিয়া সম্প্রদায়ের কিছু মানুষ তাদের বাড়ির ভিতরেই বলি দিয়েছে। তখনই তিনি আরও কিছু লোকজন নিয়ে মসজিদের ছাদে উঠে দেখেন অভিযোগ সত্যি। বাড়ির ভিতর দরজা বন্ধ করে একটি ছাগল বলি দেওয়া হয়েছে।

এরপর তিনি তৎক্ষনাৎ পুলিশে অভিযোগ দায়ের করেন। দায়ের হয় এফআইআরও। অভিযোগকারীর বক্তব্য, পবিত্র ইদের সময় ‘কুরবানি’ দেওয়ার অধিকার একমাত্র মুসলিমদের আছে। ওই বিশেষ মুহুর্তে বলি দিয়ে ওই তিন ব্যক্তি গর্হিত অপরাধ করেছেন। ইসলামের ভাবাবেগে আঘাগ পড়েছে বলেই দাবি তাঁর।

অহমদিয়া সম্প্রদায়ের প্রবক্তা সলিমুদ্দিন বলেন, ‘বলি প্রকাশ্যে করা হয়নি। বলি দেওয়া হয়েছে বাড়ির ভিতরে। এটা নিয়ে কারুর আপত্তি থাকার কথা নয়। অহমদিয়া সম্প্রদায়ের সঙ্গে দিনের পর দিন অত্যাচার হচ্ছে। প্রসঙ্গত, এই মাসেই লাগু হতে চলেছে ধারা ২৬০(৩)। এই ধারার সাহায্যে মুসলিম ও অমুসলিমদের মধ্যে তফাৎ করা সহজ হবে। অন্যদিকে ধারা ১৯৮(সি)-র বলে অহমদিয়া সম্প্রদায়কে নিজেদের মুসলিম বলার অধিকার হরণ করা হয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর