মমতা ধর্না দিতে যেতেই তাঁর বাড়ির সামনে পাল্টা ধর্নার প্রস্তুতি! গ্রেফতার তিন

বাংলা হান্ট ডেস্কঃ আজ বুধবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থের দাবি নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালে তৃণমূল সুপ্রিমো কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে গাড়ি করে রেড রোডের ধর্না মঞ্চের উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর গাড়ি ঠিক সময়েই বেরিয়ে যায়। তবে তারপরই সেখানে আরেক কাণ্ড।

এদিন সকাল সকাল মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে যেতেই তার বাড়ির কাছে মোতায়েন থাকা পুলিশকর্মীরা একটি সেখানে কিছু মানুষের ভিড় লক্ষ করেন। দেখা যায় বেশ কিছু মানুষ সেখানে জমায়েত পাকিয়ে বসে রয়েছেন। হঠাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করার কারণ জানতে চাইলে পুলিশ তারা জানান, নিজেদের কিছু ব্যক্তিগত দাবিদাওয়া নিয়ে তারা মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন।

এরপর পুলিশ তাদের সেই স্থান থেকে সরে যেতে বললেও কথায় কর্ণপাত করেননি তারা। পুলিশ ধরপাকড় শুরু করতেই বেশ কয়েক জন ঘটনাস্থল থেকে চম্পট দেন। তবে সেখানে থাকা ৩ জনকে গ্রেফতারও (Arrest) করে পুলিশ। তবে ঠিক কী উদ্দেশ্য নিয়ে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়েছিলেন তা জানা যায়নি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও এখনও স্পষ্ট নয়।

mamata 2

প্রসঙ্গত, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে আজ ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি মঞ্চে রয়েছেন শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, দোলা সেন, শশী পাঁজা, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সুভদ্রা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

আজ দুদিনের ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। দুপুর ১২টা নাগাদ শুরু হয়েছে ধর্না। রাজ্য রাজনীতির নজর আজ সেদিকেই। জানা গিয়েছে টানা ৩০ ঘন্টা ধর্না চালাবেন তিনি। তবে এরই মধ্যে যাতে মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক কাজ কাজ চালিয়ে যেতে পারেন, সরকারি কাজ-কর্মে কোনো অসুবিধা না হয় তাই রেড রোডেই তৈরি হয়েছে অস্থায়ী অফিস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর