NASA বানাল বিশেষ প্রকারের ভেন্টিলেটর, উৎপাদনের জন্য ভারতের তিন কোম্পানিকে দিলো লাইসেন্স

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ভারত (India) সমেত গোটা বিশ্ব আতঙ্কে রয়েছে। এই ভাইরাসের কারণে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আরেকদিকে, এই ভাইরাসে ৫০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি দেশ নিজের মতো করে লড়াই করে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন সুরাহা বের হয় নি।

আর এর মধ্যে আমেরিকা এজেন্সি NASA রোগীদের জন্য একটি বিশেষ প্রকারের ভেন্টিলেটর বানিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, এই ভেন্টিলেটর ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারতের তিনটি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে।

ওই তিনটি ভারতীয় কোম্পানি হল, আলফা ডিজাইন টেকনোলোজি প্রাইভেট লিমিটেডি, ভারত ফোর্জ লিমিটেড আর মেধা সার্ভো ড্রাইভস প্রাইভেট লিমিটেড। নাসার তরফ থেকে জারি বয়ান অনুযায়ী, ভারতের তিনটি কোম্পানি ছাড়া আরও ১৮ টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে আমেরিকার ৮ আর তিনটি ব্রাজিলের কোম্পানি আছে।

nasa 2

উল্লেখ্য, নাসা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জেট প্রোপেলেশন ল্যাবে করোনা ভাইরাসের রোগীদের জন্য বিশেষ প্রকারের ভেন্টিলেটর বিকশিত করেছে। ওই কোম্পানির ইঞ্জিনিয়াররা এক মাসের থেকে একটু বেশি সময়ে এই বিশেষ ভেন্টিলেটরের ডিজাইন করেছে। এটিকে আমেরিকার খাদ্য এবং ওষুধ প্রশাসন ৩০ এপ্রিল মঞ্জুরি দিয়ে দিয়েছে। নাসা জানাচ্ছে যে, এই ভেন্টিলেটরকে চিকিৎসক আর চিকিৎসা উপকরণের নির্মাতাদের পরামর্শ নিয়ে বিকশিত করা হয়েছে।

আপনাদের জানিয়ে দিই, করোনার কারণে এখনো পর্যন্ত আমেরিকা ১ লক্ষের বেশি মানুষের জীবন গেছে। আমেরিকায় এই মহামারীতে আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ লক্ষের বেশি হয়েছে। আরেকদিকে, ভারতের কথা বললে এক লক্ষ ৫০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর ৪ হাজার ৯০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে স্বস্তির খবর হল ৮২ হাজারের বেশি মানুষ এই ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর