ইসলামফোবিক পোস্ট করায় UAE তে চাকরি হারাল ৩ ভারতীয়, দেশে ফিরবে দেড় লক্ষ ভারতীয়

বাংলাহান্ট ডেস্ক :করোনাভাইরাসের কারণে লকডাউন চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারী প্রায় দেড় মিলিয়ন ভারতীয় দেশে ফেরার জন্য ভারতীয় দূতাবাসে নিবন্ধন করেছিলেন। এবার জানা গেছে। এমনিতেও এখন সারা বিশ্বে যা অবস্থা তাতে কোনো ভুল জিনিস শেয়ার করলে সামাজিক মাধ্যমে সেই ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামবিরোধী পোস্ট করার জন্য আরও তিনজন চাকরি হারিয়েছেন।ইসলামবিরোধী বার্তা দেওয়ার জন্য স্টোরকিপার শচীন কিনিগোলি, শেফ রাওয়াত রোহিত এবং অন্য এক নগদ কাউন্টার ভারতীয়র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে তারা সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্ট করেছিলো সেখান থেকে নানা সমস্যা শুরু হয়।

কারণ লক ডাউনের কারণে সারা দেশে এখন কাজ কর্ম সব বন্ধ। তার মধ্যেই বেশীর ভাগ মানুষ তারা চাকরি হারিয়ে ফেলেছেন।এদিন দেড় লক্ষেরও বেশি নিবন্ধন পেয়েছে দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল। শনিবার তিনি নিজেই জানান যে তাদের এক-চতুর্থাংশ চাকরি হারিয়ে দেশে ফিরে যেতে চান।স্টোরকিপার শচীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।তাকে এখনো পর্যন্ত তার বেতনও দেওয়া হয়নি। তাকে আপাতত কাজে আসতেও মানা করা হয়েছে বলে জানা গেছে।

IMG 20200504 WA0011

দুবাইয়ের বেশ কয়েকটি রেস্তোঁরা চালানো আজাদিয়া গ্রুপের মুখপাত্র রোহিতকে অপসারণের কথা জানিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন রোহিতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।

আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস দুবাইয়ের ভারতের কনসুলেট জেনারেলকে অফিসিয়াল ওয়েবসাইটে ভারতে ফিরে আসতে ইচ্ছুক নাগরিকদের নিবন্ধনের জন্য জানানো হয়েছিলো। কিন্তু কজন ফিরতে পারবেন টা নিয়ে যথেষ্ট সংশয় আছে।

সম্পর্কিত খবর