তৃণমূলের উৎপাতের মাঝেই রদবদল, বিপ্লবের মন্ত্রীসভায় আজই যুক্ত হচ্ছে তিন নতুন মুখ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে রদবদল হতে চলেছে ত্রিপুরার (tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (biplab deb) মন্ত্রিসভার। মঙ্গলবার অর্থাৎ আজ কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে গোটা বিষয়টা সম্পন্ন করা হবে। সোমবার আগরতলার কৃষ্ণনগরে বিজেপির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ সোনকার, উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) অজয় জাম্বুয়াল, অসম-ত্রিপুরা বিজেপির সাংগঠনিক সভাপতি ফণীন্দ্রনাথ শর্মা, ত্রিপুরার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক  দিলীপ সাইকিয়ারা।

biplab deb

সোমবারের এই বৈঠকে প্রথম দিকে উপস্থিত থাকলেও, পরের দিকে বৈঠক ছেড়ে বেরিয়ে যান সুদীপ রায় বর্মন। সূত্রের খবর, বৈঠকে আলোচনার সময় সুদীপ রায় বর্মন চেয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ আশিস সাহা মন্ত্রী হোক। কিন্তু তিনি বুঝতে পারেন তাঁর এই ইচ্ছা পূর্ণ হবে না। আর সেই ভেবেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তবে আশিস সাহারা কিন্তু সেখানেই উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুমারঘাটের ভগবান দাস, সূর্যমণি নগরের রামপ্রসাদ পাল এবং জিরানিয়ার সুশান্ত চৌধুরীকে নিয়ে আসা হবে বিপ্লব দেবের মন্ত্রী ক্যাবিনেটে। রামপ্রসাদ পাল কিছুটা বয়স্ক হলেও, বাকি দুজন একেবারেই নতুন এবং তরুণ মুখ হতে চলেছে বিপ্লব দেবের মন্ত্রীসভায়। আশা করা যাচ্ছে, মন্ত্রীসভা নতুন সাজে সেজে উঠলেও, এবার আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে ত্রিপুরার বিজেপি।

সম্পর্কিত খবর

X