বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ চার বছর বলিউড থেকে একরকম নিরুদ্দেশ শাহরুখ খান (Shahrukh Khan)। প্রযোজনার কাজ করলেও অভিনয়কে দূরেই সরিয়ে রেখেছিলেন তিনি। আর এখন বলিউড শাহরুখ-ময়। সব ছবিতেই তিনি। আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ দিয়ে শুরু হয়েছিল। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সদ্য আমির খানের ‘লাল সিং চাড্ডা’তেও ক্যামিও করেছেন শাহরুখ।
আগামীতে রণবীর আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে কিং খানকে। আবার সলমন খানের ‘টাইগার থ্রি’তেও নাকি ক্যামিও করবেন তিনি। কিন্তু এই খবরে মোটেই খুশি নন ভাইজান ভক্তরা। শাহরুখকে টাইগার থ্রি তে চাই না, এমন দাবি তুলে বাদশাকে পাকিস্থানে পাঠানোর জন্য সুর চড়ালেন তারা।
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। শুরুতেই ফ্লপ আমিরের ছবি। শুক্রবার সকাল থেকে টুইটারে ট্রেন্ডিং শাহরুখের নাম। কিং খানকে পাকিস্তানে ছুঁড়ে ফেলা হোক (Throw SRK To Pakistan), দাবি সলমন ভক্তদের। তাদের দাবি, শাহরুখ নাকি অপয়া। তাঁর জন্যই ফ্লপ হচ্ছে ছবি। আমিরের ছবি নাকি ফ্লপ হয়েছে শাহরুখের জন্যই।
এমন পরিস্থিতিতে কিং খানের উপরে রেগে আগুন।সলমন ভক্তরা। ‘টাইগার থ্রি’তে চাই না শাহরুখকে, পাকিস্তানে ছুঁড়ে ফেলা হোক তাঁকে, এমনি দাবিতে সরগরম টুইটার। শাহরুখের পুরনো সমস্ত মন্তব্য ফের তুলে আনা হচ্ছে, যেখানে পাকিস্তানি শিল্পীদের প্রশংসা করেছিলেন কিং খান।
Moderate fan-war is one different thing but if you think you'll use a tag against #SalmanKhan & Salmaniacs will spare you?! Lol we will make sure we THROW SRK TO PAKISTAN#WeDontWantSRKInTiger3 https://t.co/LplIISXW6S
— Fatima Khan (@fatima_khan0786) August 12, 2022
উরি হামলার পরপর ‘রইস’ ছবিতে পাক অভিনেত্রী মাহিরা খানকে নায়িকা করার মতো বিষয়গুলি তুলে কটাক্ষ করা হচ্ছে। পাশাপাশি এমনো দাবি করা হচ্ছে, সন্ত্রাসবাদী হাফিজ সইদের সঙ্গে নাকি যোগাযোগ ছিল শাহরুখের।
#MoodOfTheNation right now
Throw SRK TO PAKISTAN 🇵🇰Hypocrite #AamirKhan 🐽 deserves a #Flop like his movie #Lalsinghchadda
🗣️ Well done #Hindus 👌#LaalSinghChadha #laalsinghchadda #BoxOffice#AkshayKumar #Rajdeep pic.twitter.com/G6Bwwm9iay
— Charkha Batt 🇮🇳 🕉️🚩🙏 (@Hindusthani_1) August 12, 2022
https://twitter.com/Being_Pulkit/status/1557804743724244992?t=hfZVOS_oG0eDzFPZmejE4w&s=19
লাল সিং চাড্ডা মুক্তির পরেও বয়কটের ডাক অব্যাহত। সেই সঙ্গে সমগ্র বলিউডকে ভারত বিদ্বেষী বলে দাবি করে গোটা ইন্ডাস্ট্রিকেই বয়কটের দাবি উঠেছে নেটনাগরিকদের একাংশের তরফে।