বাংলা হান্ট ডেস্ক: গরমের প্রচন্ড দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে ফের রাজ্য জুড়ে চলবে বিধ্বংসী ঝড়ের তান্ডব। কালবৈশাখী নিয়ে কড়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতর ( Weather Office) সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷
গতকালের পর বুধবারও রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ধেয়ে আসতে চলেছে৷
সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রুয়েছে। ঝড়বৃষ্টির কারণে আজ থেকে গোটা রাজ্যেই তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷
বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে সমস্যা বাড়াবে সূর্যের দহন।
অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবেবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও (Kolkata) ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর হাওয়া দফতর তরফে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই ২৭ মে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি বহাল থাকবে।