চীনে বিমান দুর্ঘটনা! টেক অফের সময় ভয়াবহ আগুন তিব্বতগামী বিমানে! সওয়ার ছিল ১১৩ জন যাত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একটুর জন্য রক্ষা। চিনের চংকিংএ বড়সড় বিপদ এড়ালো তিব্বত এয়ারলাইনসের একটি বিমান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চংকিং থেকে তিব্বতের লাসা যাওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বিমানবন্দর থেকে টেক অফের সময়ই রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটির। এর পরই মারাত্মক ভাবে আগুন লেগে যায় বিমানটিতে। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

আজ সকাল ৮ টা নাগাদই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। চীনের সরকারী সংবাদপত্র পিপিলস ডেইলির মতে, বিমানটিতে মোট ১১৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু মেম্বার ছিলেন। উদ্ধারকারী দল সকলকেই নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্যোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনাটির একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে বিমানটি। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিক। যাত্রীরা প্রাণভয়ে দৌড়দৌড়ি জুড়েছেন। আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। এর পরে আসা কয়েকটি ছবি থেকে দমকল কর্মীরা বিমানের আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে এনেছেন বলেও খবর।

এই দুর্ঘটনার পর বিবৃতি জারি করেছে তিব্বত এয়ারলাইনস। তাদের সেই বিবৃতিতে বিমান চালক এও সংস্থা জানিয়েছে, ‘দুর্ঘটনায় কেউই নিহত হয়নি। কয়েকজনের আঘাত লেগেছিল। সমস্ত যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ স্বভাবতই এহেন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে যাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের মনে।

X