ফোনে টিকিট দেখালে আর চলবে না? ই-টিকিট নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা জারি করল রেল

Published on:

Published on:

Ticket Booking problems boarding the train big update regarding tickets on mobile phones
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের তরফ থেকে অনলাইনে টিকিট রিজার্ভেশনের ওপর নিয়ে আসলো বড়সড় পদক্ষেপ। রেলের রেজাল্ট টিকিট মোবাইলে দেখালে তা আদত কি গ্রহণযোগ্য কিনা এ নিয়ে একাধিক মিডিয়া ও সোশ্যাল সাইটে ব্যাপক হারে তথ্য প্রচার হতে শুরু করে। তবে বর্তমান দিনে অনলাইনে টিকিট কাটার ফলে অনেকেই প্রতারণায় শিকার হচ্ছে (Ticket Booking)। এবার সেই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল।

ট্রেনে উঠতে সমস্যা হবে? ফোনে টিকিট নিয়ে বড় আপডেট (Ticket Booking)

কারণ নকল অ্যাপ, কিউআর কোড বা এআই প্রযুক্তি ব্যবহার করে এমন টিকিট বানানো হচ্ছে যা একেবারেই আসলের মতন দেখতে লাগে। বাইরে থেকে এইগুলো বোঝা কঠিন। যার ফলে বহু যাত্রী টিকিট কাটার পরও বিভ্রান্ত হচ্ছেন। আর এই ধরনের প্রতারণায় কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল (Ticket Booking)।

Ticket Booking problems boarding the train big update regarding tickets on mobile phones

আরও পড়ুন: কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে! শীতে ঘুরে আসুন ভঞ্জনগর ও দহ ড্যাম

ভারতীয় রেলের খবর অনুযায়ী এবার থেকে শুধুমাত্র মোবাইলের টিকিট দেখালে সেটিকে আর বৈধ বলে মনে করা হবে না। আন রিজার্ভ টিকিটে যাত্রীদের নিজেদের সঙ্গে অবশ্যই টিকিটের একটি প্রিন্ট কপি রাখতে হবে। এই নতুন নিয়ম চালু করল রেল।

এই বিষয়ে রেলের আধিকারিক জানান, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহারের ফলে নকল টিকিট তাড়াতাড়ি বাড়ছে। বিশেষ করে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই টিকিটগুলো বানানো হচ্ছে। যে টিকিটগুলো একেবারেই আসলের মতন দেখতে। শুধু এতে রাজস্ব ক্ষতি নয়, নিরাপত্তা নিউ একাধিক প্রশ্ন উঠছে।

তাই রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে টিকিটের স্বচ্ছতা বজায় রাখতে। পাশাপাশি নিরাপত্তা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই যাত্রীদের নতুন নিয়ম অনুযায়ী মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যাত্রা পথে যাতে যাত্রীদের কোন অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে না হয় তাই এই ব্যবস্থা করেছে রেল (Ticket Booking)।