বাংলাHunt : এবার পৌরসভার টিকিট দেবে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে পৌর প্রতিনিধিদের বলেন কাজে নিরিখে এবার টিকিট দেয়া হবে। কোন কাঠ মানি বরদাশ্ত করা হবে না এবং মানুষের জন্য সব সময় সেবায় নিয়োজিত থাকতে হবে। পাঁচ বছর মানুষ তাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে সেটি কাজে লাগাতে হবে। না হলে দল থেকে বহিষ্কার হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া তিনি আরো বলেন যেভাবে মানুষ তাদের সমর্থন করেছে সেই জায়গায় তাদের সাথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, তাহলে আগামী দিন তারাও ফের বাংলায় আসনে বসবেন,কারণ বিজেপি ২০১৯কে পাখির চোখ করে ময়দানে লড়াইয়ে নেমেছি,
![6827f mamata banerjeespeechafp 6827f mamata banerjeespeechafp](http://banglahunt.com/wp-content/uploads/2019/07/6827f-mamata-banerjeespeechafp.jpg)
সেই লড়াইয়ে এবার মমতা তড়িঘড়ি পৌর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন।