ফের চিতাবাঘ আটক

Published On:

বাংলাHunt :অবশেষে ধরা পরল উত্তরবঙ্গের বিজন বাড়িতে চিতাবাঘ। বেশ কিছুদিন ধরে চিতাবাঘের দেখা যাচ্ছিল এবং তার ফলে আতঙ্কিত ছিল গ্রামবাসীরা।

বেশ কয়েকদিন ধরে বনদপ্তর বাঘটি কে ধরার জন্য ফাঁদ পাতে কিন্তু গতকাল সেই বাঘটিকে ধরা হয় এবং আরো একটি বাঘ আছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

এই বাঘটির পরীক্ষা-নিরীক্ষা করে আবার ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে মনে দপ্তরের খবর।

সম্পর্কিত খবর

X