বাংলা hunt ডেস্ক : বহুদিন ধরেই চলছিলো এমন চিন্তা- ভাবনা, কিন্তু কিছুতেই তা বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিলোনা। কারন, কোনো স্মার্টফোন প্রস্তুত কারক সংস্থা ,তাদের সাথে কাজ করার উৎসাহ দেখাচ্ছিলোনা।তাই এইবার একাই ফোন তৈরির করার সিদ্ধান্ত নিলো টিকটক প্রস্তুত কারক সংস্থা ” বাইট ডান্স ” ।
গোটা বিশ্বজুড়ে এখন শুধু এই এ্যাপের ই দাপট।ভারতে এই বিনোদন মূলক এ্যাপের ব্যবহারকারীর পরিমাণ ৫ কোটি।একসময়ে এই এ্যপ বন্ধের নির্দেশ দেয় পান্জাব হাইকোর্ট।যদিও সেই নির্দেশ পরবর্তী সময় প্রত্যাহার করে নেওয়া হয়।
সেই সময় তাদের অভিযোগ ছিলো বিনোদনের পাশাপাশি বিভিন্ন পর্নোগ্রাফিক কন্টেন্ট শেয়ার করা হয় বলেই তখন অভিযোগ তুলেছিলেন তিনি।এ্যাপের মতো মোবাইল ও সকলের মন ছুতে পারে কি না এখন সেইটাই দেখার।