নেট পাড়ায় লড়াইয়ের জের! ব্যানের মুখে দাঁড়িয়ে টিকটক, বাজার ধরতে মরিয়া গুগল

বাংলাহান্ট ডেস্কঃ টিকটক ( tiktok) ও ইউটিউব ( youtube) কে সেরা ? সেই নিয়ে নেটপাড়ায় জোর লড়াই অনেকদিনই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বরাবরই। এমনকি ইউটিউবের একচেটিয়া ব্যবসাতেও বেশ কিছুটা ভাগ বসিয়েছিল টিকটক। কিন্তু ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি ও আমির সিদ্দিকির লড়াই এর কারনে, বহু নেটিজেন 1 স্টার রেটিং দিয়ে ভারতে অ্যাপটিতে নিষেধাজ্ঞার দাবি তুলেছে। টুইটারে #bantiktok হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে।

tiktok 1200

জানা যাচ্ছে, শিগগিরই টিকটকের মতই সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছে গুগল।এই প্রতিযোগিতায় সংস্থাটি টিকটকের মতই সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছে ইউটিউবে।

images 2020 05 24T202946.839

সম্প্রতি ইউটিউব অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্মে চালু হয়েছে। এছাড়াও, ইউটিউব মোবাইলে একটি ছোট ভিডিও স্ট্রিমিং বৈশিষ্ট্য চালু করবে। সংস্থাটি ‘শর্টস’ নামে এই নতুন বৈশিষ্ট্যটি চালু করতে পারে বলে জানা যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট ভিডিও তৈরি করতে এবং সমস্ত সামাজিক প্ল্যাটফর্মে সেগুলি ভাগ করতে পারবেন। ২০২০ সালের শেষের দিকে চালু হবে হতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

চীনা অ্যাপ টিকটক আমেরিকান সংস্থা গুগল এবং ফেসবুকের জন্য বরাবরই চ্যালেঞ্জ ছিল। টিকটক বিশ্বজুড়ে তরুণ এবং সেলিব্রিটিদের মধ্যে বেশ জনপ্রিয়। যার ফলে আমেরিকান সংস্থাগুলি ব্যবসা এবং অর্থ উভয়ই হারিয়েছে। তাই এবার টিকটকের জনপ্রিয়তা কমতেই তা কাজে লাগাতে সচেষ্ট গুগল।

সম্পর্কিত খবর